
আমাদের আশ্রম এর কথা আপনারা অনেকেই জানেন। আশ্রমের লালু-ভুলুর কথাও জানিয়ে ছিলাম আপনাদের। গত শীতের শুরুর দিকে কেউ একজন লালুকে তার ভাই-বোনদের সাথে বস্তায় ভরে এনে আশ্রমের পাশে ফেলে দিয়ে গিয়েছিলো। সেখান থেকে শুধু লালুই বেঁচে গিয়েছিলো কোনো রকমে। পরে লালুর খেলার সাথী হিসেবে আনা হয়েছিলো ভুলুকে। ভুলু লালুর চেয়ে কিছুটা ছোটো ছিলো। দুজনের মাঝে খুবই ভাব ছিল। সারাদিন দুজনে খেলা ধুলায় মত্ত থাকতো আশ্রমে। ওরা কিছুটা বড় হয়ে উঠার পরেই একদিন হঠাত করেই ভুলু হারিয়ে যায়। তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। তার কিছুদিন পরেই লালুও মারা যায়।
আমার ছোট কন্য নুয়াইরা লালু-ভুলুর জন্য গলার কলার বেল্ট কিনে এনে ছিলো। লালুর গলায় আগেই সেই বেল্ট পরানো হয়েছিলো। ভুলু হারিয় যাওয়ার কিছুদিন আগে গিয়ে ভুলুর গলায় বেল্ট বেঁধে দেয়া হয়ে ছিলো। বন্ধু হীরা আর ইস্রাফীলকে বেশ বেগ পেতে হয়েছিলো বেল্ট পরাতে। ভুলুর গলায় বেল্ট বেঁধার সেই অভিযানের চিত্র রইলো আজকে।





ইস্রাফীল একা একা ফেল করায় তার সাথে হাত মিলালো হীরা







সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



