সাদিমুদি
অন্যান্য ও আঞ্চলিক নাম : সাদুসি, মেচিত্রা, হিরণকুড়ি (হিন্দি), সাদামান্ডি (মারাঠি), বনকাপাহুয়া (আসাম)
সংস্কৃত নাম : সসাশ্রুতি, সসাশ্রুতিহ
Common Name : Purple sow thistle, Tasselflower, Cupid's Shaving Brush, Red Tasselflower, Flora's paint brush
Scientific Name : Emilia sonchifolia
সাদিমুদি একটি ভেষজ উদ্ভিদ, এরা ১ থেকে ২ ফুট পর্যন্ত উচু হতে পারে। সাদিমুদি দেখতে একেবারেই বন পালং এর ফুলের মতো। শুধু ফুলের রং দুজনের আলাদা। সাদিমুদির ফুলের রং পার্পেল আর বন পালং এর রং হলদে। এরা দেখতে অনেকটাই কুকশীম বা শিয়ালমুতির মতোই। শুধু ফুলের আকার সামান্য বড়।
এর আগে কখনো এই ফুল আমার চোখে পরে নাই, তবে গাছ দেখেছি। আসলে ছবিতে কিন্তু ফুল নেই। আছে কলি আর ফুল ফুটে যাওয়ার পরে বীজ। এই গাছ হয়তো আপনি দেখেছেন, হয়তো কুকশিমের কোনো প্রজাতি হিসেবে মনে করেছেন।
সাদিমুদি হল ডেইজি পরিবারের একটি এশিয়ান প্রজাতির উদ্ভিদ। এটি এশিয়ার বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত, চীন, ভারত, বাংলাদেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত এদের পাওয়া যায়। পাহাড়ের ঢালে, তৃণভূমিতে, বনের মাঝে, বনের প্রান্তে, ঝোপঝাড়ে, মাঠের পাশে, আর্দ্র জায়গায়, জলের কাছাকাছি, বর্জ্যভূমিতে, নদীর ধারে, নুড়িপাথর এলাকায় এদের দেখা মেলে।
সাদিমুদির পাতার নির্যাস পেটের ব্যথা উপশম করে। এবং আমাশয়ে এর ব্যবহার করা হয়।
তথ্য সূত্র : অন্তর্জাল।
ছবি ও বর্ণনা : নিজ।
ছবি তোলার স্থান : আশ্রম, নাগরি, কালিগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২রা সেপ্টেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৯