বিভিন্ন সময় বেশ কিছু শিশির বিন্দুর ছবি আমি তুলেছি সুযোগ পেলেই। যদিও শিশির বিন্দুর ছবি তোলার মতো উপযুক্ত যন্ত্রপাতি আমার নাই। তবুও মাঝে মাঝে কোনোরকম কয়েকটা শিশিরের ছবি তুলতে পেরেছি। তাদের কিছু ছবি রইলো...
ছবি তোলার স্থান : নাগরী, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯শে নভেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ।
শিশিরশীর্ণা বালার কপোলে কুহেলির কালো জাল
উষ্ণ চুমোর আঘাতে হয়েছে ডালিমের মতো লাল!
দাড়িমের বীজ ফাটিয়া পড়িছে অধরের চারি পাশে
আজ মাধবীর প্রথম উষার, দখিনা হাওয়ার শ্বাসে!
----- জীবনানন্দ দাশ -----
ছবি তোলার স্থান : নাগরী, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯শে নভেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ।
হয়তো বা বনচ্ছায়া লতাগুল্ম পল্লবের তলে
ঘুমায়ে রহিবে তুমি নীলশষ্পে শিশিরের দলে;
হয়তো বা প্রান্তরের পারে তুমি র’বে শুয়ে প্রতিধ্বনিহারা,-
তোমারে হেরিবে শুধু হিমানীর শীর্ণাকাশ,-নীহারিকা,-তারা,
তোমারে চিনিবে শুধু প্রেত- জ্যোৎস্না,-বধির জোনাকি!
----- জীবনানন্দ দাশ -----
ছবি তোলার স্থান : নাগরী, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯শে নভেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ।
শুয়েছে ভোরের রোদ ধানের উপর মাথা পেতে
অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের ক্ষেতে;
মাঠের ঘাসের গন্ধ বুকে তার- চোখে তার শিশিরের ঘ্রাণ,
তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান,
দেহের স্বাদের কথা কয়;
----- জীবনানন্দ দাশ -----
ছবি তোলার স্থান : নাগরী, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ।
সে যেন ঘাসের বুকে, ঝিলমিল শিশিরের জলে;
খুঁজে তারে পাওয়া যাবে এলোমেলো বেদিয়ার দলে,
বাবলার ফুলে ফুলে ওড়ে তার প্রজাপতি-পাখা,
ননীর আঙুলে তার কেঁপে ওঠে কচি নোনাশাখা!
----- জীবনানন্দ দাশ -----
ছবি তোলার স্থান : নাগরী, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ।
উৎর্গ : রাজীবানন্দ
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
শিশির বিন্দু - ০১, শিশির বিন্দু - ০২, শিশির বিন্দু - ০৩, শিশির বিন্দু - ০৪, শিশির বিন্দু - ০৫
শিশির বিন্দু - ০৬
=================================================================