বিগত বছর গুলিতে কখন কখন বিদ্যুৎ বা ওয়াসা বিল বেড়েছে তা সব সময় জানা যায়নি। শুধু মাত্র গ্যাসের বিল যখন বেড়েছে তখন সাধারণ পাবলিক টের পেয়েছে। বিদ্যুৎ আর ওয়াসায় টের পাওয়া যায়নি। আগে কোনো ঘোষণা হয়নি, হাতে বিলের কাগজ আসার পরে টের পাওয়া গেছে। আর ঢাকায় ডেসকোর প্রিপেইড মিটার যারা ব্যবহার করছেন তারাতো পুরাই অন্ধকারে আছেন রেটের বিষয়ে। তবে ওয়াসার রেট জলের মতোই পরিষ্কার দেখা যায় তাদের বিলের কপিতে।
এবার আবার কোনো রকম ঘোষণা ছাড়াই জুলাই মাসে ওয়াসার রেট বাড়ানো হয়েছে। করার কিছু আপাততো নেই, মুখ বুজে বিল দিয়ে যেতে হচ্ছে। আমার একটি মিটারে কমার্শিয়াল বিল দিতে হয় কনস্ট্রাকশনের কারণে। সেটির অবস্থা ভয়াবহ।
বিগত বছরগুলিতে ওয়াসা বিল বাড়ানোর সময় ও পরিমান নিচে দেয়া হলো -
২০২০ সালের জানুয়ারি মাসে ওয়াসা ইউনিট প্রতি রেট ছিলো ১১.৫৭ টাকা।
২০২০ সালের এপ্রিল মাসের বিলে এই রেট হয়ে যায় ১৪.৪৬ টাকা।
২০২১ সালের জুলাই মাসে ইউনিট প্রতি রেট হয় ১৫.১৮ টাকা।
২০২৪ সালের জুলাই মাসে আবারে বেড়ে বর্তমান রেট ১৬.৭০ টাকা।
আর কমার্শিয়াল রেট করা হয়েছে ৪২.০০ টাকা থেকে বাড়িয়ে ৪৬.২০ টাকা।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৬