বাণীঃ কোন কাজ করার আগে, প্রথমেইই নিজের সুবিধার কথা চিন্তা না করে, আপনার ওই কাজের ফলে অপরের কি ধরনের অসু্বিধা হতে পারে তা চিন্তা করুন।
ব্যাখ্যাঃ ধরুন অফিস শেষে আপনি বাড়ি ফিরছেন, আপনার বাড়িতে ঢোকার গলিটা সঙ্কীণ, কোনরকমে দুটো রিকশা যেতে পারে, আপনি ঠিক গলিতে ঢোকার মুহুরতে রিকশাওয়ালা কে বললেন থামতে কারন আপনার গলির মুখের দোকান থেকে কিছু কেনা দরকার,রিকশাওয়ালা থামল, কিছুক্ষন আগে বৃষ্টি হবার দরুন গলিতে কাদা জমে যাওয়ায় আপনি আর রিকশা থেকে নাম্ লেন না, রিকশায় বসেই কাজটা সেরে নিতে চাইলেন, আর কিছু কিনতে সময়তো একটু লাগবেই, তাই না? ফল যা হবার তাই হল, আপনার রিকশার পেছনে রিকশা্র জট লেগে গেল, পাব্লিক খিস্তি শুরু করল এবং আপনাকে হজম করতে হল। আপনি যদি রিকশা থেকে নেমে একটু কষ্ট করে দোকান থেকে কিছু কিনে পায়ে হেটে বাসায় ফিরতেন, আপনার কি খুব বেশী পরিশ্র্ম হতো, আর দিনশেষে বাড়ি ফিরে বউ এর সাথে মেজাজ খারাপ থাকার দরুন যে ঝগড়াটা করলেন তাই কি বা করতেন? একটু ভাবুনত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




