আমাদের দেশে বতমান পরিস্তিতি একটা অজানা আশংকা বিরাজ করছে । কত ঘটনা ঘটছে কত রকম করে প্রচার হচ্ছে । নিজের স্বাথের বিপরীত হলে ঘটনা দামাচাপা দেয়া হচ্ছে । আর আমাদের মিডিয়া গুলো কেন জানি।। মোজা বাবুর ৭১ চ্যানেল এরমত দালালিতে মগ্ন । মিডিয়া গুলো যখন মিথ্যা খবর প্রচার করে তখন অতি সহজেই সেটা ধরা পরে যায় , তারা এটা মোটেও ভাবেনা তাদের ভিডিও ফুটেজ বলছে কি। আর তারা মানুষ কে কি খবর শুনাচ্ছে । আমাদের দেশের মানুষ এখন রাজনৈতিক সচেতন,সত্য মিথ্যা, চাপাবাজি ভন্ডামী এসব দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না ।আর মিডিয়া গুলো যদি ভেবে থাকে তারা বানোয়াট, দালালী খবর প্রচার করে সরকার কে শেষ রক্ষা করতে পারবে ,তাহলে তাদের অবস্তা ..বিটিভির মত হবে.. মানুষ ১মিনিট ও দেখবেনা । যে ২/১ টা মিডিয়া সাহস করে সঠিক তথ্য মানুষের কাছে পৌছে দিতে চায় । তাদের কে হমকি ধমকি দিয়ে বলা হয় চ্যনেল ও পত্রিকা বন্ধ করে দেয়া হবে।
সম্পাদক কে গ্রেফতার করা হবে ,আমাদের ভদ্র প্রজন্মরা ,অভদ্রের মত বলে অমুকের পিঠের চামড়া তুলে নেয়া হবে ।যেমনটি বলতেন মতিয়া চৌধুরী, ইনুরা ৭২-৭৫ সালের দিকে । আমাদের ভদ্র প্রজন্মের তরুনরা মিডিয়ার অফিসে হামলা চালিয়ে আগুন জালিয়ে উল্লাস করে বলে জয় বাংলা । ভিন্ন মতের মিডিয়ার উপর হামলা হলে তার কলিগ অন্য মিডিয়া গুলো এ খবর তো প্রচার করেই না, এমন কি একটি নিন্দা বিবৃতি ও দেয় না । মানুষ বোঝে ৭১ টিভি,জিটিভি.ইন্ডিপেনডেনট, সময়,এটিএন নিউজ বা দেশ টিভি এগুলো দলকানা, দালালীই করতেছে । মোজাম্মেল বাবু=মুন্নি সাহা এরা এবং এদের দালাল দোসর রা আজ অনেক প্রভাব বিস্তার করতেছে। সামনে এমন দিন আসবে এদের জনতার আদালতের কাঠগড়ায় দাড়াতে হবে ।মানুষ হয়তো জুতা পেটা করবে নয়তো উষ্টা দিয়ে গোলামী দাত ভেঙ্গে দিবে । কিন্তু আর ও ২/১ টা মিডিয়া তো আছে যাদের উপর মানুষ ভরষা করতে পারে, যাদের ভয় পাওয়ার কথা ছিলনা ,যারা এই সংকটে মানুষের পাশে দাড়াতে পারতো ,,কিন্তু আজ ছাত্রলীগ যখন সাধারন মানুষের প্রতিষ্টান ব্যংক, বীমা,হোটেল রেষ্টুরেনট,লাইব্রেরী, শিক্ষাপ্রতিষ্টান,,হাসপিঠেল,ব্যবসা প্রতিষ্টান আগুনে জালিয়ে ছারখার করে পুলিশ বিজিবির সামনে ।তখন আমাদের পাচাঠা গোলাম দালাল মিডিয়া গুলো ছাত্রলীগ সন্ত্রাসী নাম নিতে ভয় পায়,,তারা প্রচার করে এই গুলো সব বিক্ষোদ্ব জনতা ,,আর সাধারন জনগনই নাকি আগুন জালিয়ে দিয়েছে ।অথচ যখন আল্লাহ এবং মহানবী (সঃ) এর অপমান ,ইসলামের উপর আঘাত এনিয়ে নাস্তিক দোসর মিডিয়া গুলোর কোন নিউজ নাই, কিন্তু যখন উলামা মাশায়েখ সাধারন তৌহিদী জনতা এর প্রতিবাদ করল বিক্ষোভ করল প্রান দিল ,তখন তারা হয়ে গেল জামায়াত শিবির । আর প্রচার করল সারা দেশ জুড়ে জামায়াত শিবিরের তান্ডব ।
আশাকরি এই দালাল মিডিয়াগুলোর অপপ্রচার এই ষড়যন্ত্র একদিন ডাস্টবিনে ছুড়ে ফেলে সত্যের বিজয় নিশ্চত হবে
সূত্রঃ http://bdnishan.wordpress.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


