পেজফ্লেকস এর ফ্লেক এক্সপোর্ট করুন নিজের সাইটে
পেজফ্লেকসে আপনার ফ্লেকগুলো এক্সপোর্ট করা সম্ভব, আপনার নিজের সাইটে। কিভাবে করবেন? দেখুন...
এক. লগিন করুন পেজফ্লেকসে
দুই. যে পাতাটির ফ্লেক এক্সপোর্ট করবেন সেটির সেটিংস সিলেক্ট করলে এক্সপোর্ট নামের একটি ট্যাব দেখতে পাবেন, সেটি ক্লিক করুন।
তিন. ট্যাবে বাটনটিতে ক্লিক করে এইচ টি এম এল নিন ( আপনার পাতাটি পাবলিক হতে হবে, যদি পাতটি আগে থেকে পাবলিক না হয়ে থাকে তাহলে এখান থেকেই পাবলিক বানাতে পারবেন)।
চার. আপনার ওয়েবপেজ এ এইচ টি এম এল পেষ্ট করুন।
দেখুন আমি নিচে একটি ফ্লেক এক্সপোর্ট করলাম।
যার কোড হল
scrolling="no" frameborder="0" hidefocus="true"
src="http://www.pageflakes.com/SingleFlake.aspx?FlakeId=29665790"
style="border:none 0px #cccccc;margin:0px;width:320px;height:332px"
onload="if (typeof registerFlake == 'function') {registerFlake(this);}">

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

