কৌতুকটা লেখার আগে নোয়াখালীর এবং কুমিল্লার পাঠক_পাঠিকার কাছে ছরি প্লিজ আমাকে মাফকরবেন গল্পের প্রয়জনে লিখলাম//////////
বিশ্বের ১০_১৫টি দেশের কিছু ভ্রমন প্রেমি বিশ্ব ভ্রমনে বের
হয়েছে।পথিমধ্যে হঠাৎ তাদের গাড়ির এছি নষ্ট হয়ে যায়।ঘরমে তো সবার অবস্থা বেহাল ।প্রচন্ড় গরম সইতে না পেরে এক আমিরিকান তার গায়ের কোট টা খুলে ছুড়ে পেলে দেয় বাইরে । তার পাশে ছিল এক আরাবিয়ান। তার কোট পেলে দিতে দেখে বলে ভাই এটা কি করলেন কোট টা পেলে দিলেন..? আমিরিকান হেসে বলে এটা তেমন কিছুনা আমাদের দেশে অনেক আছে।
আরাবিয়ান কিছুক্ষন ভাবে তার পর হঠাৎ তার হাতের স্বন্নের রিঙটা খুলে ছুড়ে পেলেদেয় বাইরে....
তার পাশে বসা ছিল এক বাংলাদেশি নোয়াখালীর সে আরাবিয়ানকে বলে কিরে ভাই স্বন্ন কি বেশি অইগেছেনি হালাই দিছত কা..?
আরাবিয়ান তাকে বলে দেখলেন না আমিরিকানটা কি বলে তাদের দেশে নাকি অনেক কোট তাই তার কোট টা সে পেলে দিলো ,আরে আমাদের দেশে স্বন্নের খনি তাই রিঙটা পেলে দিলাম।
নোয়াখালীর ছেলেটা ভাবে ....
হালারা তোরা হাইরলে আমরা হাইত্তান্ন কা..?
কিন্তু কি করা যায় কিছুইতো দেখছে না পালানোর মত।তার পাশে ছিল কুমিল্লার ছেলে....।
নোয়াখালীর ছেলেটা কুমিল্লার ছেলেটার দিকে তাকিয়ে মনে মনে ভাবে আমরা আগে সারা বিশ্ব চষে খেয়েছি কিন্তু এরা এখন আমাদের স্থান দখল করে নিয়েছে।আমাদের দেশের সন্মান রক্ষার্থে তোমাকে পেলে দিতে হবে ভাইয়া ছরি ভাইয়া আমাকে মাফকরবেন।
নোয়াখালীর ছেলেটা কুমিল্লার ছেলেটাকে গাড়ি থেকে বাহিরে ছু্ড়ে পেলেদেয়।
সবাই অবাক চোখে তাকিয়ে থাকে তার দিকে......
সে বলে
কিছু মনে করি এননা ইয়ান ও আঙগো দেশে প্রচুর...............................
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




