মানুষের প্রতি মানুষের ভালোবাসার অভাবে আজ দেশে দেশে চরম অশান্তি বিরাজ করছে। আফ্রিকার খাদ্যহীন মানুষদের প্রতি আমাদের কোন ভালোবাসা নেই। ইউক্রেনের যুদ্ধবিধস্ত মানুষের প্রতি আমাদের ভালোবাসা নেই। ভালোবাসা নেই,
সিরিয়ান,প্যালেস্টাইন,আফগান,ইরাকি,ইয়েমেনি,সোমালিয়া,লিবিয়ান জনগনের প্রতি। একদিকে মানুষ অনাহারে মারা যাচ্ছে, আরেক দিকে আমরা মারণাস্ত্র তৈরী করছি শুধু মানুষের প্রতি ভালোবাসার অভাবে। কখনো ধর্মের নামে,কখনো ভৌগলিক কারনে, কখনও নিজের সামরিক শক্তি জাহির করতে যুদ্ধে লিপ্ত হচ্ছি। শুধু ভালোবাসার অভাবে আমাদের স্বপ্নের সবার বসবাস উপযোগী সুন্দর পৃথিবী হচ্ছেনা। তারপর আমি আশাবাদী মানুষ বিশ্বাস করি, একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে।
ভালোবাসাই পারে পৃথিবীতে সকল হানাহানি ভুলে সুন্দর পৃথিবী গড়তে। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


