সম্মান হারিয়ে বাঁচা, নাকি মাথা উঁচু রেখে মৃত্যুবরণ?
আজকের বাংলাদেশে এমন অনেক রাজপথের কর্মী আছেন, যাঁরা কোনো অন্যায় করেননি, দলকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, কিন্তু তবুও রাস্তায় ফেলে বেধড়ক মার খাচ্ছেন। মারছে কারা? যারা পদে আছে অর্থে-তোষামে-প্রশ্রয়ে। যারা কখনো মিছিল করেনি, ঝড়ের রাতে পতাকা বয়ে আনেনি তারাই এখন “সমন্বয়ক” নামের ছদ্মবেশে আদর্শবানদের উপর খড়্গহস্ত।
সত্য বলার অপরাধে ঘর ভাঙছে, সম্মান লুটছে, প্রাণের ভয়ে বাড়ি ছাড়তে হচ্ছে অনেককে। আর এসব হচ্ছে দলের নামেই। থানা শুনে না, নেতারা দেখেও না দেখার ভান করে।
এ যেন রাজনীতি নয়, এক ধরণের বিচারহীনতার উৎসব। যেখানে চেতনা নয়, সেখানে এখন চালু ‘কমিটি-ভিত্তিক ক্ষমতার চাঁদাবাজি’। যারা লড়েছে, তাদের স্থান দখল করে নিয়েছে মুখোশধারী সুবিধাবাদীরা।
প্রশ্ন একটাই এই কি সেই দল, যার কাঁধে দেশের ভবিষ্যৎ? এই কি সেই চেতনা, যার জন্য লাখো প্রাণ বিসর্জন দিয়েছিল?
সময় এসেছে জেগে ওঠার। সম্মানহানির এ যন্ত্রণা শুধু একজনের নয় এটা গোটা আদর্শের উপর আঘাত। আজ যদি সত্য বলা বন্ধ হয়ে যায়, কাল স্বাধীনতা টিকবে না।

সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২৫ রাত ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




