অনলাইনে থেকে ইনাকাম করতে চান কিন্তু কাজ পাচ্ছেন না তাদের জন্য আমি এড পোষ্টিং এর একটা কাজ অফার করব। আপনারা চাইলে জিক রিওয়ার্ডসের মাধ্যমে আয় করতে পারেন। এটি দিনের শেষে হিসাব করে তার লাভের নির্দিষ্ট অংশ তার সদস্যদের মাঝে বিলি করে তাই দৈনিক কত লাভ দেয়া হবে সেটা নিশ্চিত করে বলা কঠিন। তবে নিশ্চিত লাভ করে চলছি আমরা। আপনি করতে পারেন।
এডপোস্টিং থেকে ইনকাম করতে হইলে আপনাকে অব্যশই এডপোস্টিং শিখতে হবে। আপনারা যারা এডপোস্টিং কাজটা বুজতে চান এখানে বিস্তারিত আছে। আগে ভাল করে পড়ুন।
জিকরিওয়াডস কি ?
জিকরিওয়াডস হচ্ছে আমেরিকার কম্পানি জিকলার এবং জিকরিওয়ার্ডস এর মালিক rex Vemture Group LLC . । এই কম্পানির অন্যতম সহযোগি প্রতিষ্টান US (NV) company এই প্রতিষ্টানটি ২৪ জুন ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। জিকরিওয়ার্ডস বিশ্বেরে অন্যতম এডপোস্টিং কম্পানি।
যাদের Alexa world ranking ২৫৩।
১৯৯৭ সালে জিকলার প্রথম খোলা বাজারে ব্যবসা শুরু করে। প্রথম তারা মাকিটিং এর জন্য গুগুল এডওয়াড ব্যবহার করত।
১২ ডিসেম্বর ২০১০ সালে জিকলার পরিনত হয় zeekrewardsজিকরিওয়াডর্স হল সকলের জন্য উন্মুক্ত একটি এডপোস্টিং সাইট যা সকলের জন্য ফ্রি। গুগূল এডওয়াডর্স এবং অন্যন্য এডভারটাইজিং সাইট ইনভেস্ট করার চাইতে প্রতিটি মেম্বারের জন্য জিকরিওয়ার্ডস এড পোস্টিং খুবই ভাল পদ্ধতি, যেহেতু এখানে ফ্রি মেম্বাশিপ পদান করা হয়। এখানে প্রতিদিন এডপোস্ট করতে হবে সকল মেম্বারকে সাথে জিকলারের লিংক এড। এই পরিকল্পনা সকলের কাছে গ্রহনযোগ্র হয়। মাত্র ২ বছরের কম সময়েরে মধ্য ২ মিলিয়ন মেম্বারের গ্রহনযোগ্যতা পেয়েছে এবং এড পোস্টিং এর শীর্ষ স্থানে দখল করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




