প্রিয় ব্লগার !
আল হেরা মাল্টিমিডিয়ার ওয়েব ডেভেলপিং শেখার ভিডিও টিউটোরিয়াল এর ডিভিডি কিনলাম কিন্তু কিছু বুঝতে পারছি না। কিভাবে কোড লেখে, কোন কোড কি কাজ করে, বিশেষ করে
সিএসএস এর টিউটোরিয়াল দেখলে মনে হয় সেটা যেন ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারের টিউটোরিয়াল।
টিউটোরিয়াল বিক্রেতাদেরকে বিষয়টি জিজ্ঞাসা করলাম, তারা বলল কোন কিছুতে যদি আটকে যাই বা কিছু বুঝতে না পারলে তাদের হট নাম্বারে ফোন দিতে। এখন আপনারাই বলুন
কিছুই যদি না বুঝি তাহলে কতবার আর ফোন দেয়া যায়। তাদের ইমেইল নাম্বার থেকেও কোন প্রতি উত্তর পাই নি।
মনে হয় তাদের সিডি কেনা আমার উচিত হয়নি। এক কাজ করি ভিডিও গূলো কোথাও আপলোড করে দেই। আপনাদের কারো যদি কাজে লাগে ডাউনলোড করে নিতে পারবেন।
আসলে আমার কাছে মনে হয়েছে ভিডিও গুলো একটু এডভান্স লেভেলের, আরেকটু বিগিনার করার দরকার ছিল। আর বিগিনারই করবে কিভাবে ,সম্পুর্ন ভিডিওতে একটু পর পরই বলে
সময় সংক্ষিপ্ত থাকার কারনে উনারা কোডিং লিখবেন না, আগের রেডিমেট কোডিং দিয়েই কাজ চালিয়ে যাবেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


