সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বর্তামানে ব্লগ কি জিনিস সেটা্র গুরুত্ব কি সেটা অন্তত সামুর ব্লগারদের বলার প্রয়োজন দেখি না । ব্লগ হচ্ছে এমন একটি মাধ্যম এমন একট প্লাটফর্ম যেখানে আমরা মনের ভাবটুকো সম্পুর্ন নিজের ভাষায় দ্যার্থহীন ভাবে প্রকাশ করতে পারি। রেডিও কন্ঠের তরফ থেকে এটা আমাদের প্রথম পোস্ট । রেডিওকন্ঠের সমস্ত কার্যক্রম এ একাউন্ট থেকেই পরিচালনা করা হবে।আশা করি রেডিওকন্ঠ নাম শুনেই বুঝতে পারছেন আমরা কি করি ! হ্যা ঠিকি ধরেছেন আমারা হচ্ছি বাংলাদেশের অনলাইন রেডিও চ্যনেল যাদের মুখ্য, গৌন্য, যাই বলেন প্রধান উদ্যেশ্য একটাই ....আর সেটা হলো বাংলা গানকে সমগ্র বিশ্বে ছরিয়ে দেয়া। এখন পরক্ষিামুলক সম্প্রচার চলছে খুব শিঘ্রী আমরা পুরো দমে কার্যক্রম শুরে করে দিব ইনশাআল্লাহ। কর্মব্যাস্ত প্রত্যেকটি দিনে হাজার কাজের ফাকে যদি আপনার ব্রাউজার থেকে দু লাইন বাংলা গান গুনগুনিয়ে গেয়ে উঠ তাতে ক্ষতি কি ! আশা করি সামুর ব্লগার পরিবার আমাদের আপন করে নিতে বিন্দুমাত্র কার্পন্য করবেননা । আর বিশেষ করে মডারেটের প্যানেল এর কাছে আমাদের অনুরোধ আমাদের যেনো একটু তারাতারি সেফ করে দিয়ে প্রথম পাতায় লেখার সুযোগ করে দেন । গান শুনার জন্য অগ্রিম শুভেচ্ছা থাকল.গান শুনতে এইখানে যান
সব সময়ের জন্য শুভকামনা থাকল ।
ধন্যবাদ
তানভীর আলম
মিডিয়া ম্যানেজার
রেডিও কন্ঠ বাংলাদেশ
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




