RJ: তা বন্দুরা, তুমরা হুনতাচ পদ্মা পাড়ের রেডিও কুলসুমপুর ৮৬.৪ এফএম লোকালে
--প্রবাসে কেকু ডটকম।
এতক্ষন প্যাচাল পারতে পারতে আমি শ্যাষ,
অহন লউগ্গা মতি বাইয়ের হাসের ডিমের ফারামের বিজ্ঞাপন,এক মিনিট!
কেই যায় না যেন- এরপর লইআইতাছি ছুডু দেশের তুলতুলি আপুর রিকষ্টের সং। ট্যাংটেট্যাংট্যংট ...
বিজ্ঞাপনঃ একটি ঘোষনা, একটি ঘোষনা মুরগের ডিম খাবেন না, মুরগে আইগা হচে না।বেশি বেশি হাঁসের ডিম খান, মুরগীর উপর চাপ কমান- মতি মামা হাঁস পালি প্রাঃলিঃ
RJ: আই পরছি ! আই পরচি!
আইজকার ফেবু পেইজ স্যাটাস যা অইলো, ঐ দিকে আর যামু না।
দেকি আমার ভয়েস চেট বক্সে কে কি টেক্সট আউলাইতাচে ?
আরে আরে এতো দেহি মিডলইস্ট থাইক্কা কান্টু বাই, পুবের বন্দের মন্টু কাকার পুলা।
কান্টু বাই তুমার উইন কয়ডা বাজে ?কুলসুমপুর নিশি রাইত, ভাদ্রমাস।
কান্টু বাই লিখেছে- তুমিতো জানই ছোড থাইক্কাই আমি একটু ট্যাকনিক্যল, আইসিটি বেশি বুজি, তয় সেদিন তোমার অনুষ্ঠানের ঐ নতুন ফিচারে "আমরা বিদেশ কল ডুকাইয়া দেই" পর্বে মা'কে যখন আমার সাথে সংযোগ করে দিলে, মা আর আমি কথা বলছিলাম, ইউনিয়নের সবাই শুনলো।দুবাই তনে কাইল মজনুও ফুন কইরা কইলো, আজই কাইল রেডু দিয়া মোবাইল কল করছ, ওপেন পাবলিকের সামনে আমারে লইয়া মজা লছ, খাড়া! হে জাউগ্গা, কামডা তুমি করলা কিবায়, আমার মাতায় কিছুই ডুকতাছে না, তুমি করলা কল, কতা কইলাম বাড়িত ! তয় ফিচার ডা তারাতাড়ি সাইটে ফাইনাল কর।ওহন যাই বাই বাই ... টাটাটা।
এদিকে মুনি, জুনি ও রুনি আমারে এসএমএস করেছে আমাদের,
মুনি লিখেছে- "নিশি রাইতে পিসি পাইছে" গান একটু শুনান না!
জুনিঃ গতকালকের অনুষ্ঠানের শেষ গানটার প্রথম অংশ ও প্রথম গানটার শেষ অংশ ডিজে শুনাবেন, প্লিজজজজ !
RJ: খাড়াও তুমারে শুনাইতাছি,,,,
RJ: রিং আইছে রিং আইছে,
এত রাইতে ফুনইন করে কেডা ?
হ্যালু লেডু কুলসুমপুর থনে "আমরা কতা কইয়া গান হুনি" কইরাম!
লেডুর ভলিউম কমাইয়া মোবাইলে জুরে নাম ঠিকানা কউগ্গা।
হ্যালো, আমি মফিজ! আপনাদের ইউনিয়নে বেড়াতে এসেছি।
থাকি অসএ, পদ্মায় নৌকা চড়ছিলাম, চাদনী রাত, হঠাৎ আব্দুল আলিমের ও পদ্মা নদীরে গানটা শুনতে খুব ইচ্ছে হচ্ছে !
আপনার অনুষ্ঠানেও বলছেন, "কি গান চাই, আমার কাছে নাই, নাই", পারবেন শুনাতে এই গানটি।
RJ: মফিজ ভাইয়া, রাতে পদ্মায় এত ঘুরে না, ফিরে আসি, গানটি আমি শুনাইতে চেষ্টা রাখি।সাথেই থাকবেন।
RJ: এয়ারে বলা যাবে না, চ্যাটে মারি।
আজিব বাই, মাঝ রাইতে পদ্মায়, আবার কয় পদ্মার ঢেউরে আছে।
খাড়াও তুমারে নানা জেনুইন কপি হুনাই।তা, এখন আমরা পরপর দুইটি গান শুনবো।
আর হ্যাঁ শ্রোতা বন্ধুরা ভুলবেন না, কাল সকলা ১১ টায় উপজেলা পরিষদ থেকে মাসিক আইন শৃংখলা মিটিং সরাসরি সম্প্রচার হবে, আপনাদের প্রশ্নের সরাসরি উত্তর পেতে উপজেলা রেডিও নম্বরগুলো পাগলা করে ফেলবেন, গত মাসে দশটা চুরি, দুইটা মার্ডার, দেশটার অইলো কি!
প্রথমে মফিজ ভাইয়ের ও পদ্মা নদীরে, পরে তুলতুলি আপুর "আমি যাই নাই নীল আকাশ পাখি আর তুমি" গানটি শুনবো...
আর হ্যাঁ, কাল থেকে কুলসুমপুর রেডিও ৩ এমবিপিএস ইন্টারনেটে সংযুক্ত হচ্ছে, এবার এবার আমাদের ৩৫ হাজার গরীব শ্রোতার ৩ এমবিপিএস লাইনে আরও দ্রুত রেডিও ব্রাউজ করবে, ৩৫ হাজার মাত্র ৩ এমবিপিএসে হাইস্পীড তথ্য মহাসমুদ্রে- গরীবের মাগনা তথ্য।সেই সাথে ৫ হাজার টাকা খরচ করে লাগাইছি নতুন এন্টিনা, কাল থেকে রসুলপুর ইউনিয়নেও ধরবো লেডু কুলসুমপুর, সবাইরে কইয়া দিও।
ও পদ্মা নদীরে,
সর্বনাশা পদ্মা নদী,
তোর কাছে শুধাই,
বল আমারে তোর কিরে আর
কুল কিনারা নাই।
ও নদী কুল কিনারা নাই।
পাড়ের আশায় তারাতারি
সকল বেলায় ধরলাম পাড়ি,
আমার দিন যে গেল, সন্ধা হলো,
তবু না কুল পাই,
কুল কিনারা নাই,
ও নদী কুল কিনারা নাই।
পদ্মারে তোর তুফান দেইখা,
পরাণ কাঁপে ডরে,
ফেইলা আমায় মারিশ না তোর সর্বনাশা ঝড়ে,
একে আমার ভাঙ্গা তরী,
মালা ছয় জন সল্লা করি,
আমার নায়ে দিল কুড়াল মারি,
কেমনে পাড়ে যাই।
কুল কিনারা নাই।
সর্বনাশা পদ্মা নদী
তোর কাছে শুধাই
বল আমারে তোর কিরে আর
কুল কিনারা নাই।
ও নদী কুল কিনারা নাই।
আইডিয়া স্ক্রীপ্টঃ অনলাইন গণমাধ্যম (নীতিমালা) আন্দোলন
বাংলাদেশে এই রকম ৫,০০০ রেডিও স্টেশন চাই- লাইসেন্স ফ্রি এফএম রেডিও।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১৪