সবুজ ফসলে ভরে আছে মাঠ, আকাশে ভাসমান সাদা কালো মেঘ, মাঠের মাঝ দিয়ে রাস্তা চলে গেছে আদিবাসি গ্রাম অভিমুখে। আমার সাথে রিক্সা-চালক কাম গাইড।
ভাষার তারতম্য বুঝার জন্য জিজ্ঞেস করলাম-
-আপনি কেমন আছেন? আপনাদের ভাষায় কি বলেন?
-একাশে রাদি?
-আমি ভাল আছি। এটা।
-ভাল মাঞ্জা।
আমি ব্রাক পরিচালিত প্রি প্রাইমারী স্কুলের একটি ক্লাস ভিজিট করলাম। মন ভরে গেল। ক্লাস রুমের সাজসজ্জা এবং শিক্ষা উপকরণ দেখে।
শিক্ষিকা মোসাঃ পারভিন আক্তার এত সুন্দরভাবে ক্লাস নিলেন যে আমি তাজ্জব হয়ে গেলাম। তাকে জিজ্ঞেস করলাম
- আদিবাসি শিশুরা কেমন করছে।
- তারা অন্যান্য শিশুর মত ভাল করে। আমরা তাদের দিকে একটু বেশী নজর দিই। তাদের বাড়ীতে তো তেমন ব্যবস্থা নাই।
- আপনি এত সুন্দর ক্লাশ নিলেন। কোথায় ট্রেনিং দিয়েছেন। আমি পাবনা থেকে ট্রেনিং নিয়ে এসেছি।
- আপনাদের ছাত্র ছাত্রীরা পরবর্তীতে কেমন করে?
- ভাল করে, কারণ তাদের পড়ার ভীতি দূর হয়। অভিনয়, আকাআকি ইত্যাদি শিখানো হয়। তাই তারা পরে ভাল করে।ক্লাসটি দেখুন
শিশুদের দেখে তাদের সাথে কথা বলে, শিক্ষকদের সাথে আলোচনা করে মনে একটা প্রশান্তি নিয়ে বাড়ী ফিরলাম।
১ম খন্ড
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



