আমদের কম্পিউটারের অনেক সময়য় মাউস আথবা কিবোর্ড নষ্ট হয়ে যায়।পরবর্তিতে আরেকটি মাউস আথবা কিবোর্ড কিনে আনার মধ্যবর্তি সময়ে আমরা যাতে আমাদের কাজ নিয়মিত ভাবে চালিয়ে যেতে পারি সে জন্য আমার এই পোষ্ট।
কিবোর্ড কাজ না করলে
যদি কিবোর্ড কাজ না করে তাহলে Start মেনু হতে All Programs এ গিয়ে Accessories>Accessibility>on-screen keyboard এ ক্লিক করুন।এবার আপনি যা লিখতে চান তা মাউসের সাহায্যে ক্লিক করে করে লিখুন।
মাউস কাজ না করলে
যদি মাউস কাজ না করে তাহলে কিবোর্ড হতে left Alt+left Shift+Num Lock একসাথে প্রেস করুন।তারপর যে ডায়লগ বক্স আসবে তাতে ok প্রেস করুন। (numaric keypad) গুলো মাউস পয়েন্টার হিসেবে কাজ করবে। 1,2,3,4,5,6,7,8,9,0 এর মাধ্যমেই মাউস পয়েন্টার নাড়া চাড়া করতে পারবেন।দেখুন আপনার নিওমিরিক কি পেড মাউস পয়েন্টার হিসেবে কাজ করবে।1234567890 এর মাধ্যমে মাউস পয়েন্টার নাড়াচাড়া করে দেখুন।5 কোনো কিছু সিলেক্ট করার জন্য ব্যবহৃত হয়
এই পোষ্টটি এর আগে আমার নিজের ব্লগে প্রকাশ করা হয়েছে।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




