
জীবনের একটা নির্দিষ্ট সময়ে এসে মানুষ অর্থ উপার্জনের দিকে মনযোগ দেয়। জীবনের জরুরি প্রয়োজন গুলি মেটানোর জন্য অর্থের দরকার। এই প্রয়োজন মেটানোর পর ভোগ বিলাশ ও শখ, ইচ্ছা আকাঙ্খা মেটানোর জন্য ও অর্থের দরকার। আমরা কেউ কেউ একান্ত প্রয়োজন গুলিও মেটানোর মত অর্থ উপার্জন করতে পারি না আবার এক দল পরিশ্রমী ও বুদ্ধিমান মানুষ প্রয়োজনের চেয়ে অনেক বেশি অর্থ উপার্জন করে। এই পথে অনেকে অসৎ উপায়ও অবলম্বন করে। যাই হোক সেটা আমার চিন্তার বিষয় নয়। আমার চিন্তা বিষয় হচ্ছে বাংলাদেশের একজন মানূষের জীবনে এমন কি কি প্রয়োজন, ইচ্ছা আকাঙ্ক্ষা বা শখ থাকতে পারে যা অর্থের মাধ্যমে পূরন করা যায়, সে আকাঙ্ক্ষা গুলি কি কি এবং তাতে কি পরিমান অর্থ লাগতে পারে?
আমার মনে হয় বাংলাদেশের একজন মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা গুলি এরুপ হতে পারেঃ-
১) ধানমন্ডিতে একটা ডুপ্লেক্স বাড়ি- ১৫ কোটি

২) কক্সবাজারে সাগর পার ঘেঁষা একটা বাড়ি- ৫ কোটি

৩) গাজিপুরে বাগান বাড়ি- ৩০ কোটি

৪) মালয়শিয়ায় সেকেন্ড হোম- ২ কোটি

৫) ইউরোপের সিটিজেন সিপ- ১০ কোটি

৬) দুবাইতে একটা ফ্ল্যাট ১০ কোটি

৭) সুইজারল্যন্ডে একটা বাড়ি- ৫ কোটি

৮) ফ্লোরিডাতে একটা বাড়ি- ৫ কোটি

৯) একটা প্রাইভেট ইয়ট- ২০ কোটি

১০) ১০ টি দামি গাড়ি- ৫০ কোটি

১১) একটা প্রাইভেট জেট- ৮০ কোটি

১২) ইউরোপে একটা প্রাইভেট আইল্যান্ড- ১০০ কোটি

১৩ ) একবার মহাকাশ ভ্রমন- ৫০০ কোটি

এর বাইরে কি আর কোন শখ মানূষের থাকতে পারে?
এত সব মিলিয়ে দরকার ৮৩২ কোটি টাকা, এর বাইরেও ধরলাম আরো ১০০ কোটি টাকা বিভিন্ন কারনে দরকার। আর ১০০ কোটী দরকার এই সম্পদ ব্যবস্থাপনায়। সব মিলিয়ে ১০৩২ কোটি। এর বাইরে কি মানুষের আর কোন চাহিদা থাকতে পারে?
এবার আমার প্রশ্ন হচ্ছে যারা হাজার হাজার কোটি টাকা উপার্জন করছে তাও আবার অবৈধ উপায়ে, তারা তা কেন করছে? এত টাকা তারা কিভাবে ভোগ করবে জুয়া খেলে খরচ করা ছাড়া? আমার মনে হয় যারা হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছে তারা এভাবে টাকা খরচ করে না। তবে এই উপার্জনের পেছনে উদ্দেশ্য কি? শুধুই মানুষিক শান্তি? নাকি এটা একটা রোগ?

সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




