
ভারতে সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম চালু করতে যাচ্ছে সরকার। এ স্কিমের আওতায় সেনাসদস্যরা চার বছর অস্থায়ী ভিত্তিতে চাকরি করবেন। এর পর ৭৫% সদস্যকে বাদ দেয়া হবে, বাকি ২৫% কে স্থায়ী করা হবে। যারা বাদ পড়বেন তারা কোন পেনশান পাবেন না। চার বছরের চাকরিকালীন তাদের বেতনের ৭০% পরিশোধ করা হবে, বাকি ৩০% জমা থাকবে। চার বছর পর যারা বাদ পড়বে তাদের এককালীন ১১ লাখ ৭১ হাজার রুপী দেয়া হবে। প্যারামিলিটারী ফোর্সে বাদ পড়াদের নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে।

মূলত ভারত সরকারকে প্রতিবহর তার মিলিটারী বাজেটের প্রায় ৮০% বেতন ও পেনশানে খরচ করতে হয়। এর পর বাহিনীর আধুনিকায়ন ও অস্ত্র ক্রয়ে আর তেমন কোন টাকা থাকে না। তাই সরকার এ পথে হাটতে চাচ্ছে।
তবে এ স্কিম ঘোষনার পড়ে বিহারে ব্যপক বিক্ষোভ শুরু করে চাকরিপ্রার্থীরা। পরে এ বিক্ষোভ আর ১১ টি রাজ্যে ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ প্রার্থীরা ট্রেনে ব্যপক হামলা চালায়। এ পর্যন্ত ৩০০ টি ট্রেন পুড়িয়ে দেয়া হয়েছে বলে খবর বেড়িয়েছে।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২২ বিকাল ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




