ভারত স্বাধীনতার ৭৭ পরেও সেখানকার বাঙ্গালীরা, বিশেষত পশ্চিম বংগের বাঙ্গালীরা ভারতের অন্য অংশের মানুষের কাছ থেকে যথাযত সম্মান ও মর্জাদা পায় নি। সেখানে দিনে দিনে বাংলা সংষ্কৃতি, ভাষা আরো সংকটে পরছে। উপরের ভিডিওটি তার একটা প্রমান। গত বেশ কিছুদিনে এমন আরো বেশ কিছু ঘটনা ঘটেছে।
হাজার বছরের ইতিহাসে পশ্চিম বংগ কখনো পশ্চিম ভারত বাদ দক্ষিন ভারতের সাথে সংসুক্ত ছিলনা। এটা বাংলা ও বৃহত্রর আসামের সাথেই সংযুক্ত ছিল। সাথে ছিল বিহার ও উরিষ্যা।

যুগে যুগে বিভিন্ন আমলে এই ভূখন্ডের ম্যাপ নিয়ে কাটা ছেড়া হয়েছে। কিন্তু বার বার তারা মিলিত হয়েছে। এক হয়েছে।

ভারতীয় বাংগালীরা নিজেদের যতই ভারতীয় মনে করুক, অন্যান্য এলাকার ভারতীয়রা তাদের ভারতীয় মনে করে না। এক সময়ের পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র বাংলা এখন অর্থনৈতিক দিক থেকে ভারতের মধ্যেই ২২ তম। সেনাবাহীনিতে গোর্খা, তিব্বতী রেজিমেন্ট থাকলেও বাঙ্গালী কোনো রেজিমেন্ট নাই। এখন আবার ভারত সরকার বাংলাকে ভেংগে ২ ভাগ করতে চাইছে। তারা বাংগালীকে নিজেদের বলে বিশ্বাস করতে পারছে না।

পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, বিহার, উরিষ্যার অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য অবশ্যই তাদের বাংলাদেশের সাথে যুক্ত হতে হবে। এবং একদিন না একদিন সেটা হবেই। এই জাতীকে কখনো আলাদা করে রাখা যায় নি। যত তারাতারি এটা হবে ততই ভাল। এতেই পূর্বাঞ্চলের ভারতীয়দের মুক্তি। ভারত ধীরে ধীরে সেই দিকেই এগিয়ে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




