কালকের খবর : তারেক রহমানের যুক্তিপূর্ণ ঐতিহাসিক বক্তব্যের প্রতিক্রিয়া আরাফাত রহমান কোকোর জন্ম নিয়ে বেগম জিয়াকে অশ্লীল ইঙ্গিত করলো টিপিক্যাল আম্লীগ এমপি হাসান মাহমুদ ! তার এই বক্তব্যের পরে ব্লগার ধ্রুব মহাকাল তার সমালোচনায় যা লিখলেন সেটা বিশ্বাস না করেও তো পারছিনা...
কোকোর জন্ম ১৯৬৯ সালে। ২ বছরের শিশু ছিল যুদ্ধের সময়। খালেদা জিয়া ২ ছেলে সহ ২ জুলাই ৭১ আটক হয়েছিলেন, এটার হাজার রেকর্ড আছে। দেয়া নিস্প্রয়োজন। যার দরকার খুঁজে নেন। কাজেই হাছান জারজের কথা কিছু আসে যায় না।
#তবে হ্যা কথা আছে- শেখ মুজিবের পুত্র শেখ কামালকে নিয়া!
☞ সম্পূরক তথ্য ০১ : মুজিবপুত্র শেখ কামালের জন্ম ৫ অগাস্ট, ১৯৪৯।
☞ সম্পূরক তথ্য ০২ : ১৯৪৮ সালের ১১ই সেপ্টেম্বর শেখ মুজিব পাকিস্তানের কারাগারে বন্দী হন।
মুক্তি পান ২১শে জানুয়ারী, ১৯৪৯ !
☞ সম্পূরক তথ্য ০৩ : চিকিৎসা বিজ্ঞান অনুসারে হোমো সেপিয়েন্স (মানুষ) এর গর্ভকালের ব্যাপ্তিকাল (সর্বনিম্ন)২৬৬ - ২৮০(সর্বোচ্চ) দিন !
☞ সম্পূরক তথ্য ০৪ : তথ্য ০১ ও তথ্য ০২ এর কারাগার প্রবেশের ব্যবধান ৩২৪ দিন !
আবার তথ্য ০১ ও তথ্য ০২ এর কারাগার মুক্তির ব্যবধান ১৯৪ দিন !
#নির্ণায়ক কাব্য :
আমি বলছি না, শেখ কামাল একটা প্রমাণিত জারজ সন্তান !
বলছি না, শেখ ফজিলাতুন্নেছা পরপুরুষে নেশাগ্রস্ত ছিলেন !
আমি শুধু বলতে চাই, চিকিৎসা বিজ্ঞানের সকল হিসাব-নিকাশ ভেঙে দেয়া- শেখ কামাল মর্ত্যের এক বিস্ময়! জন্মই যার আজন্ম গিনেজ রেকর্ড !
সূত্র:
সম্পূরক তথ্য ০১ : bn.m.wikipedia.org/wiki/শেখ_কামাল
সম্পূরক তথ্য ০২ : bn.m.wikipedia.org/wiki/শেখ_মুজিবুর_রহমান
সম্পূরক তথ্য ০৩ : bn.m.wikipedia.org/wiki/Gestation
Credit: ধ্রুব মহাকাল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



