জিয়া তুমি আছো মিশে সারা বাংলার ধানের শীষে।
রাত পোহলেই রোডমার্চ, সাজ সাজ রব সিলেটে। উৎসবের আমেজ এখন সিলেট চারদলে। অপেক্ষা রাত পোহানোর। চারদলীয় জোটের দেশব্যাপী আন্দোলন শুরু হচ্ছে সিলেট থেকে। আসছেন বেগম খালেদা জিয়া। সোমবার সিলেট অভিমুখে রোডমার্চ এবং মঙ্গলবার সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
ঢাকা থেকে সিলেট অভিমুখে খালেদা জিয়ার রোডমার্চ (১০-১০-২০১১)
▬▬► রোডমার্চ সরাসরি দেখা যাবে- www.bnplive.com এ
▬▬► শুরু হবে- সকাল দশটায় নয়াপল্টন থেকে শুরু
▬▬► ঢাকা থেকে গাড়িবহরের থাকবে- তিন হাজারেরও বেশি
▬▬► যারা থাকবে- জাতীয়তাবাদী দলের বিভিন্ন সংগঠন ও সহযোগী সংগঠন। এছাড়া চার দলীয় জোট শরিক, সমমনা দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন
▬▬► যাওয়ার পথে প্রথম সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অন্তত লক্ষ লোকের শো ডাউন করা হবে। এ জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ স্থানে বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভাষণ দেবেন।
▬▬► এরপর পর্যায়ক্রমে আরো ৫ টি স্পট নরসিংদীর ইটাখোলা মাঠ, কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়ীয়ার বাঙালপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোড় ও মৌলভীবাজারের শেরপুরে ভাষণ দিবেন বেগম জিয়া।
▬▬► এটা দলীয়ভাবে ঠিক হলেও পথিমধ্যে জনতার অনুরোধে আরো ৩/৪ টি পথসভায় বক্তব্য দিতে পারেন তিনি।
▬▬► জিয়াউর রহমান, বেগম জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ১০ হাজারেরও বেশি ডিজিটাল ব্যানার সাটানো হয়েছে সিলেটের অলিগলিতে। আর পোষ্টার লাগানো হয়েছে লক্ষাধিক।
▬▬► রোডমার্চকে স্বাগত জানাতে আজ রোববার সিলেট হয়ে উঠেছিলো মিছিলের নগরী। প্রায় শতাধিক স্থান থেকে মিছিল বের করা হয়।
▬▬► ঢাকা থেকে রোডমার্চ এবং পথসভা শেষে বেগম জিয়া রাতে সিলেটে পৌঁছবেন। সেখানে পৌঁছে প্রথমেই শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন বেগম খালেদা জিয়া।
▬▬► পরদিন ১১ অক্টোবর বিকেলে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তিনি ভাষণ দেবেন জনসভায়।
▬▬► এর মাধ্যমে শেষ হবে প্রথম রোডমার্চ কর্মসুচি।

হোন্ডা নিয়ে যাচ্ছি সিলেটে। দোয়া করবেন সবাই। পথে থেকে আশা করি আপডেট দিব। সাথে নোটবুক নিয়েছি। আর সরকার বাধা দিলে মোকাবেলা করতে হোন্ডায় দুটি লাঠি বেধে নিয়েছি। সাথে আছেন সবার প্রিয় ব্লগার ভুদাই ভাই। মিস করছি ভীষণ ব্লগার লিচু ওরফে মিলনকে। জামিন হবার কথা ছিল আজ। জজ আসে নাই তাই জামিনও হলোনা। সবার দোয়া ছেয়ে বিদায়।
বাংলাদেশ আমি তোমায় খুব বেশি ভালবাসি।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


