
আমার দ্বিতীয় উপন্যাস "মায়াবী হাতছানি"। অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ তে প্রকাশিত হয়েছে।
নামঃ মায়াবী হাতছানি
লেখকঃ রায়হানুল ফেরদৌস রাজ
প্রকাশকঃ বাদল সাহা শোভন
পূর্বা প্রকাশনী
মূল্যঃ ১৪০ টাকা
স্টল নং-১১৮
সকলকে পড়ার অনুরোধ রইলো।
কাহিনী সংক্ষেপঃ জীবন আসলেই অনেক অদ্ভুদ। সময় কখন জীবনকে ছুড়ে ফেলে সেটা বোঝা অনেক কঠিন। সময় পরী, আজাদ আর রহমানকে ছিটকে ফেলেছে তিন দিকে। বিশ বছর পর তাইবা তিন জনকে এক করার চেষ্টা করলেও সময়ের হাতে বন্দী পরীকে এক রেখায় মেলাতে পারে না।
তাইবা সিয়ামকে পেয়ে খুঁজতে শুরু করে জীবনের মানে। অন্য দিকে এক রেখায় মিলিত হয়ে আজাদ আর রহমান সাহেব বুঝতে পারে নিজেদের ভুল। তবুও সব কিছু ভুলে তারা তাইবা আর সিয়ামকে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করে। স্বপ্নটা অনেক দূরের পথ পাড়ি দেওয়ার কিন্তু, বাস্তবতা...
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




