ইদানিং মাথাটা কাজ করতেছে না। তাই ভালো কোনো লেখা দিতে পারতেছি না। এক বড় ভাইয়ের সাথে এই ব্যাপারে কথা বলছিলাম। তিনি তখন তিনটা জোকস শুনাইলেন। অনেকক্ষন হাসছিলাম। মানুষ এই ধরনের জোকস কোথায় পায় কে জানে।আপনাগো লগে একটু শেয়ার করলাম। কারো কারো খারাপ লাগতে পারে। তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
১. এক লোক বারে গিয়ে বিয়ার খেতে থাকলো। এক সময় তার পাশে খুব সুন্দরী একটা মেয়ে এসে বসলো। তো বারে সুন্দরী মেয়ে দেখে লোকটার খুব ইচ্ছা হলো মেয়েটিকে চেখে দেখার! প্রথম স্টেপ হিসেবে সে মেয়েটিকে ড্রিংক্স অফার করলো। কিন্তু মেয়েটির প্রতিক্রিয়া হলো দেখার মতো। মেয়েটি সবার সামনে চিৎকার করে বলে উঠলো, "কি! আপনি আমার সাথে সেক্স করতে চান?! কক্ষনো না!!" এই কথা বলে মেয়েটি বেরিয়ে গেলো। লোকটি তো পুরা ভ্যাবাচেগা খেয়ে গেল! বারের সবাই তার দিকে তাকিয়ে ছিল। সে চরম লজ্জিত হলেও কিছুই হয়নি এমন ভাব নিয়ে বসে বসে বিয়ার খেতে লাগলো। একটু সময় পর সেই মেয়েটি আবার ফিরে এসে তার পাশে বসলো।মেয়েটি বললো, "একটু আগের ঘটনাটির জন্য দুঃখিত। আসলে আমি সাইকোলজির স্টুডেন্ট। আমি দেখতে চাইছিলাম মানুষ চরম লজ্জাজনক অবস্থায় পড়লে কি করে।" এবার লোকটি চিৎকার করে বলে উঠলো, "কি!! শুধুমাত্র ১বার করার জন্য ২০০ ডলার!! মগের মুল্লুক পাইছো ??"
২.খেঁচা মিয়া একদিন লোকাল বাস এ উঠল।বাসে অনেক ভিড়।ভিড়ে ভিতরে ঠেলা ঠেলি অবস্থা।তার পাশেই এক যুবতি মেয়ে দাঁড়ানো।একটু পরপর খেঁচার হাত মেয়ের গলায়,বুকে লাগছিল।মেয়েটি বিরক্ত হয়ে বলল:"আপনি কিন্তু ভাল করছেন না।"
খেঁচা:বাসে ভিতরে এর থিকা ভাল সম্ভব না।ভাল পাইতে অইলে আমার বাসায় চলেন নাইলে আমারে আপনের বাসায় নিয়া চলেন.....
৩.পিটার তার বন্ধু ববের সাথে নৌকায় ঘুরতে বের হলো। হঠাৎ প্রচন্ড ঝড় উঠলো। তারা কোনরকমে তীরের কাছে একটা ফার্ম হাউজে এসে উঠলো। দরজায় ধাক্কা দিতে একজন সুন্দরী মহিলা দরজা খুললো। দুই বন্ধু রাতে থাকার জন্য তার কাছে আশ্রয় চাইলো।'কিছুদিন হলো আমার স্বামী মারা গেছেন।' মহিলা বললো। 'আমি তোমাদের বাড়িতে জায়গা দিলে লোকে নানা কথা বলবে।''ঠিক আছে, ম্যাম। আমরা বুঝতে পেরেছি। আমরা আস্তাবলে শুতে পারবো।' পিটার বললো।মহিলা তাতে রাজি হলেন।
দুই বন্ধু আস্তাবলে শুয়ে পড়লো।পিটার ঘুমিয়ে পড়লে বব মাঝ রাতে মহিলার রুমে গেল। পরে ভোরে আবার এসে পিটারের কাছে শুয়ে পড়লো। পিটার কিছুই টের পেল না।নয় মাস পর, পিটার সেই বিধবা মহিলার উকিলের কাছ থেকে একটা চিঠি পেলো। বন্ধু ববের কাছে গিয়ে বললো, 'মনে আছে, আমরা কয়েক মাস আগে এক ফার্ম হাউজে এক সুন্দরী বিধবার দেখা পেয়েছিলাম?''হ্যাঁ, মনে আছে।''তুই কি ঐ রাতে ঘুম থেকে উঠে মহিলার সাথে কিছু করেছিলি?''হ্যাঁ, স্বীকার করি, করেছিলাম।''তুই কি তখন তাকে নিজের নাম না বলে আমার নাম বলেছিলি?''দোস্ত, মাফ করে দে। আমার ভুল হয়ে গেছে।' ধরা পড়ে বব বললো।'না-রে, বরং তোকে ধন্যবাদ জানাতে এসেছি।' পিটার হেসে বললো। 'ঐ বিধবা কয়েকদিন আগে মারা গেছে আর সব সম্পত্তি আমার নামে করে গেছে ।'
এইবার আমি দেই।এইটা একটা জোকসের সাইটে পাইছি।
=> শিক্ষক: মশা মাছি অনেক রোগ ছড়ায়, তাদের বংশবৃদ্ধি রোধ করতে হবে।
ছাত্র: হা হা হা হি হি হি হি হি হি…..
শিক্ষক: হাসির কি হলো?
ছাত্র: স্যার এতো ছোট বেলুন বানাবেন ক্যামনে!!!
=> বিদেশের এক রেস্টুরেন্ট। তিনজন বাবুর্চি সেখানে কাজ করে। একজন চাইনিজ, একজন জাপানিজ আরেকজন বাংলাদেশী। তিনজনের ভিতর খুব রেষারেষি। একদিন একটা মাছি ঢুকছে কিচেনে। সাথে সাথে চাইনিজটা একটা ছুরি নিয়া এগিয়ে গেলো। কিছুক্ষন সাইসাই করে চালালো বাতাসে। মাছিটা পরে গেলো চার টুকরা হয়ে। সে বাকি দুইজনের দিকে তাকিয়ে বলল, “এইভাবে আমরা আমাদের শত্রুদের চার টুকরা করে ফেলি।”
আরেকদিন মাছি ঢুকতেই জাপানিজটা এগিয়ে গেলো। সাইসাই করে ছুরি চালালো। মাছি আট টুকরা হয়ে গেলো। সে বাকি দুইজনের দিকে তাকিয়ে বলল, “এইভাবেই আমারা আমাদের শত্রুদের আট টুকরা করে ফেলি”
পরেরদিন মাছি ঢুকছে একটা। বাংলাদেশীটা এগিয়ে গেলো। বেচারা অনেকক্ষন ছুরি চালালো। হাপিয়ে গিয়ে এক সময় চলে এলো। বাকি দুইজন বলল-
- কি তোমরা তোমাদের শত্রুদের কিছুই করো না?
-হুমমমম…তোরা বুঝোস না কিছুই।এমন কাম করছি যে অই মাছি আর কোনোদিন বাপ হইতে পারবো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




