কল্প দৃশ্যপট
শূন্যের ঐ নীলিমায়,
মিশে আছে আমার কল্পনার একাত্নতা।
কদাচিৎ বিদ্যুৎ চমকানোর মত,
ঝিলিক দেয় আমার হৃদয়ে।
চঞ্চল সতেজ বুনো টিয়ার মত,
অচেনা ডাক ছাড়ে বুকের পিঞ্জরে।
উতলা হিয়ার কাশবনে ,
মৃদু দোলা দিয়ে যায় ফর্ ফর্ করে।
মাছের নিঃশ্বাস ছাড়ার মত,
বুদ্ বুদ্ তোলে আমার মনের দর্পনে।
ব্যাঙের একটানা ঘ্যাঙর ঘ্যাঙর তান,
আমায় নিয়ে জগতে যায় ভিন্ন সুরের।
বৃষ্টির ছন্দময় নাচের মত,
কখনো ঝম্ ঝম্ তালে নেচে উঠে মন।
নদীতে জেলের জাল ফেলার মত,
ছপ্ ছপ্ তরঙ্গ তোলে আমার মুগ্ধ অন্তরে।
কখনো সুকন্ঠী কোকিলের মত,
আপন খেয়ালে গেয়ে উঠে মন।
হঠাৎ বারান্দার কার্ণিশে বসা
কাকের কা-কা রবে,
আমার অবচেতন মন ফিরে আসে
ইট-কাঠের বাস্তবে।
Written on 25th July, 2004
Copyright: শীতের হাওয়া
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১১ রাত ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



