
আজ বহু দিন পর এই ভূবনটাতে ফিরে আসতে ইচ্ছে করলো। সেই অদৃশ্য ভূবন থেকে ফিরে আসা। অথবা ফিরে আসছি কোনও এক অদৃশ্য ভূবনেই। কোনটা আমার ভূবন, কোনটা নয়, তা না হয় তর্কের বাইরেই থাক কিংবা গোপন!
এখানে একরাশ উম্মুক্ত গোপনীয়তা আছে। আছে উম্মুক্ত এক প্রান্তর - যেখানে মনের আকাশের সব রং মেলে ধরা যায়। হাসি, কান্না, আবেগের রং এখানে পায় এক বিশাল ক্যানভাস। শুধু রং তুলির ছোঁয়া পেলেই পায় পূর্ণতা।
এখানে কোনও পিছুটান নেই। নেই খোজাখুজির মত ব্যাপার। তাই এটা এক অন্য আকাশ!!
যখন ইচ্ছে করবে আবার হারিয়ে যাবো। ডানা মেলে উড়ে যাবো দূর হতে বহু দূরে।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




