আহমদ ছফা আমাকে বলেছিলেন-
তুমি ভুল লোকদের হিরো বানাচ্ছ। জাতিকে এর মাশুল দিতে হবে।" আজ বুঝতে পারছি কেন তিনি বলেছিলেন। অযোগ্য, অপদার্থ, অজ্ঞাত কিছু লোক এই প্লাটফর্মটি ব্যবহার করে রাতারাতি কবি, লেখক, সাহিত্যিক, কোটিপতি আর বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানের শীর্ষ পদাধিকারী বনে গেছে। কিনে নিচ্ছি পুরস্কারও। নিজের কাছে নিজের ব্যক্তিত্ব একজন মানুষের মতোই রাখা উচিত!
বাংলাদেশে অক্সফোর্ড-এষ্ট্রাজানেকার টিকা আসছে এদের টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং যুক্তরাজ্য সরকার। ভারতের সেরাম ইনস্টিটিউশন শুধু এর উৎপাদনকারী মাত্র। একটি রাজনৈতিক মহল ও তাদের মদদ পুষ্ট কতিপয় লোক ভারতের এই টিকাকে নিয়ে বিভিন্নভাবে গুজব রটাচ্ছে। এদের গুজবে সচেতন মানুষ কান না দিলেও কিছু মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে। এতে বিভ্রান্ত মানুষগুলি প্রকারন্তরে ক্ষতির সম্মুখীন হতে পারেন। গুজবে কান না দিয়ে প্রত্যেকের টিকা গ্রহণ করা উচিত। আপনি বাঁচুন, অন্যকেও বাঁচতে দিন, তাই টিকা নিন।
১।
২।
৩।
৪।
পাহাড়ি কলা।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৫