
ছবিঃ আমার তোলা।
এত কাছ থেকে কাকের ছবি তোলা সম্ভব না।
মানুষ দেখলেই মুহুর্তের মধ্যে কাক উড়ে চলে যাবে। যদি ভালো লেন্স থাকে তাহলে দূর থেকে কাকের ছবি তোলা কোনো ঘটনাই না। কাকের ছবিটা বেশ পুরোনো। একদিন অফিস থেকে বের হয়েছি। চা খাবো, সিগারেট খাবো। অফিসে চায়ের ব্যবস্থা থাকলে সিগারেট খাওয়া সম্পূর্ন নিষেধ। আর চায়ের সাথে সিগারেট না খেতে পারলে শান্তি নেই। যাই হোক, অফিস থেকে বের হয়ে দেখি- এই কাকটাকে। অসুস্থ কাক। আমাকে দেখেও দৌড়ে দিতে পারেনি। দেখুন কি মায়া চোখে তাকিয়ে আছে! আমার ভীষন মায়া হলো। আমি একটা রুটি কিনে দিলাম। কাকটা রুটির দিকে ফিরেও তাকালো না। বেশ অসুস্থ। উড়তে পারছে না। কিভাবে অসুস্থ হলে কে জানে! আজ কাকের কথা বলব না। আজ মনটা বেশ বিষন্ন হয়েছে। তাই আজ একটা কবিতা লিখব। যদিও চারটা লেখা মাথায় এসে জমা হয়েছে।
হে কাক! কালো কাক!!
অনেক ভাবিলাম। অনেক ভাবিলাম-
ভাবিতে ভাবিতে সন্ধ্যা হয়ে এলো,
একবার মনে হলো নিরুদ্দেশ হয়ে যাচ্ছি না কেন?
আমি ভাই মিথ্যা বলতে পারি, মিথ্যা আসে না মুখে
বর্তমানে আমার মতো অকবিরা কবিতার সর্বনাশ করছে!
অনেক হয়েছে আর না।
তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে,
তা না হলে বৌ না খেয়ে বসে থাকবে;
বিয়ের আগেই বউকে অনেক কথা দিয়েছিলাম-
আমার দেওয়া কথা গুলো রাখতে পারি নাই
এজন্য আমার কোনোই অপরাধবোধ হয় না-
কারন বউও অনেক কথা দিয়েছিলো!
কালো কাক বসে আছে কালো তারের উপর,
আজ বড় করে কবিতা লিখতে পারবো না-
মন ভালো নেই যে। আমি আজ বড্ড বিষন্ন,
বড্ড অসহায়, বড্ড ক্লান্ত আর যন্ত্রনাবিদ্ধ,
আমাকে ক্ষমা করুণ আর ভালোবাসুন
আমাকে বিদায় দিন। শুভ রাত্রী বলুন।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



