
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় সময় মতো সেহেরি ও ইফতারী করতে পারছি। আজ আমার একটা ইচ্ছার কথা প্রকাশ করবো। আমার খুব শখ এই রমজানে একদিন আমরা সবাই মিলে একসাথে ইফতারী করবো। প্রবাসী ব্লগাররা তো আর আসতে পারবেন না। তবে দেশে যারা আছেন, তাঁরা চাইলে আমি একটা ইফতারীর আয়োজন করতে পারি। কোনো রেস্টুরেন্টে অথবা আমার বাসায়। সবার মতামত নিয়েই ইফতারীর আয়োজন করতে চাই।
রাগ, অভিমান সব বাদ দিয়ে আসুন-
একদিন আমরা একসাথে সকলে মিলে ইফতারী করি। কে কখন মরে যাই ঠিক নাই। আজকাল মৃত্যু কোনো ঘটনাই না। আমার দুই বন্ধু স্ট্রোক করে মরে গেলো। একদম চ্যাংড়া বয়স। আমিও মরে যেতে পারি। আগামী রমজান হয়তো আর পাবো না। যদিও আপাতত আমার মরার আমার কোনো শখ নাই। কমপক্ষে আরো ২০ বছর বেঁচে থাকতে চাই মেয়েটার জন্য। আমি না থাকলে মেয়েটা আনন্দ নিয়ে বড় হতে পারবে না। যাই হোক ব্লগারগন আপনারা কি রাজী?
প্রবাসী ব্লগাররা আমাদে সাথে অনলাইনে যোগ দিবেন।
চাঁদগাজীকে প্রধান অতিথি করবো। আর বিশেষ অতিথি হবেন, জাদিদ ভাই। এবং আমি সঞ্চালক। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। আমার মনে হয় ইফতারীর আয়োজন আমার বাসায় করলেই বেস্ট হবে। তবে আপনারা চাইলে ব্যুফে বা কোনো রেস্টুরেন্টেও করা যেতে পারে। তবে আমি চাই, আমার বাসায় হোক। এবং সমস্ত খরচ আমার একার। বাকিটা আপনাদের ইচ্ছা। আপনারা রাজী হলে জাদিদ ভাইয়ের সাথে আমি কথা বলব।
জাস্ট সবার সাথে সবার দেখা হলো-
পরিচিতি হলো। গল্প হলো, আড্ডা হলো। তবে অবশ্যই সবার আগে ব্লগ টিমের মতামত প্রয়োজন। তাদের অনুমতি নিয়েই একসাথে ইফতারী করতে চাই। যদি তাঁরা মানা করে দেন, তাহলে দরকার নাই। যাই হোক, আমার মনের ইচ্ছাটা আপনাদের সাথে খোলাখুলি আলোচনা করলাম। বাকিটা আপনাদের ইচ্ছা। এঁর আগে কোনো ব্লগার বা ব্লগ টিম ইফতারীর আয়োজন করেছে কিনা আমার জানা নাই। তবে এরকমটা হলে মন্দ হয় না। আপনারা কি বলেন?
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




