somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রিয় কন্যা আমার- ৫৮

২৫ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় কন্যা আমার-
অনেকদিন পর তোমাকে নিয়ে লিখতে বসেছি। তুমি প্রায় একমাস ধরে বাসায় নেই। বাসাটা খালি। তুমি গিয়েছো তোমার নানা বাড়ি। এবার দেড় মাস থাকবে। তোমার খালা এসেছে বিদেশ থেকে, খালার তিনটা ছেলেমেয়ে, ওদের সাথে তুমি খেলাধূলায় ব্যস্ত। এতই ব্যস্ত যে, আমি ফোন দিলে আমার সাথে ঠিক করে কথা বলো না। তুমি আমাকে ফোন দাও না। আমি ফোন দিলেও ঠিক করে কথা বলো না। আজিব! বড় দুঃখ লাগে। খালি বাসা আমার ভালো লাগে না। দম বন্ধ হয়ে আসে। একটা প্রজেক্ট্বের কাজে আমার তুরস্ক যাওয়ার কথা। টানা দুই বছরের জন্য। তোমার জন্য আমি যাইনি। অথচ সেই তুমি নানা বাড়িই গিয়ে আমাকে ভুলে গেলে! গত একমাসে আমি দুবার গিয়ে তোমাকে দেখে এসেছি। আবারো যাবো। অবশ্য আমাদের বংশে ছেলেরা শ্বশুরবাড়ি খুব একটা যায় না।

আর কয়েকদিন পর কোরবানীর ঈদ।
আমার অনেক শখ ছিলো তোমাকে নিয়ে হাঁটে যাবো। হলো না। অবশ্য আমি শাবিরকে নিয়ে একবার হাঁটে গিয়েছি। আজও একবার যেতে পারি। শাবিরের বয়স পনের মাস মাত্র। শাবির আবার গরু খুব পছন্দ করে। শাবির গরু বলতে পারে না। সে বলে হামবা। ইউটিউবে শাবির গরু দেখে। শাবিরের সাথে আমিও গরু দেখি। মিউজিকের তালে তালে গরু গুলো নাচছে, গাইছে, আকাশে উড়ছে, সাইকেল চালাচ্ছে। গরু কিন্তু আমাদের জীবনে অনেকখানি জড়িয়ে আছে। ইউটিউবে শুধু মাত্র গরু নিয়ে বেশ কিছু চ্যানেল আছে। তাদের সাস্ক্রাইবারের সংখ্যাও অনেক। এক ইউটুবার সারা বাংলাদেশের গরুর হাঁটে হাঁটে ঘুরে বেড়ায়। ভিডিও করে। সেগুলো লোকজন ইউটিউবে দেখে। আমি নিজেও ইউটিউবে ফানি গরু দেখি। বেশ মজা পাই। কোরবানীর গরু ছুটে গেছে, সেই গরু ধরার জন্য লোকজন ছুটছে। গরু গ্রাম থেকে শহরে এসে মাথা আউলায়ে ফেলেছে। কিছুতেই ধরা দিচ্ছে না।

গতকাল আরিশকে দেখি গরু রচনা মুখস্ত করছে।
আমি বললাম এত এত রচনা থাকতে গরু রচনা কেন? আরিশ বলল, এটা তার পরীক্ষায় আসবে। ছোটবেলায় আমিও গরু রচনা মুখস্ত করেছিলাম। অবাক ব্যাপার হচ্ছে সেই রচনা আমার আজও মুখস্ত আছে। ''The Cow is a very useful animal and gives us milk. Milk considered a complete and nutritious food. She eats green grasses, foods, grains, hay, and other eatable things. Cow uses her one pair of strong, tight horns to attack the people as a defense organ to save her child. She also uses her tail sometimes to attack. She has long hair on the tip of her tail. অনেক রচনাই মুখস্ত করেছিলাম কিন্তু গরুর রচনাটাই মনে আছে। গরুর মাংস আমার খুব পছন্দ। গরুর দুধ আমার ভীষন পছন্দ। ঢাকা শহরে তো আর খাটি দুধ পাওয়া যায়া না। আমি গ্রামে গেলে খাটি দুধ নিয়ে আসি। গতকাল রাতে হঠাত ক্ষুধা লাগলো। ফ্রিজে দেখি আম আছে, আর এক বোতল দুধ আছে। আমি এক গ্লাস দুধ গরম করে খেয়ে নিলাম। তারপর ঘুমিয়ে গেলাম।

প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম,
সম্প্রতি একটা সাবমেরিন সমুদ্রের গভীরে ধ্বংস হয়ে গেছে। সাবমেরিনে মোট পাঁচজন মানুষ ছিলেন। আমরা জানি, সূর্যের আলো এক হাজার মিটারের বেশি গভীরে প্রবেশ করতে পারে না। এরপর ঘন গভীর অন্ধকার। আলো ফেলেও পর্যাপ্ত দেখা যায় না। এছাড়া সমুদ্রের গভীরে পানির চাপ থাকে অনেক বেশি। প্রযুক্তির এত উন্নতিতেও মানুষ কত অসহায়। এই সাবমেরিনে এক বাবা ও তার একমাত্র ছেলে ছিলো। এই সাবমেরিনে যদি আমি থাকতাম! আমার সাথে যদি তুমি থাকতো। ভাবতেই বুকের মধ্যে দুমড়ে মুচড়ে ওঠে। মহাকাশ এবং সমুদ্র হলো রহস্যের আঁধার। পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু এসব রহস্যের কোনো সমাধান হবে না। ধর্মগ্রন্থ গুলোতেও এরকম কথা লেখা আছে। বিজ্ঞান যতই ভাব নিক আমরা সব পেরে বসে আছি, আসলে এই বিশ্বাস বড় ঠুনকো। বিজ্ঞান আসলে অন্ধের হাতে লাঠির মতো। অন্ধ লোক লাঠি দিয়ে পথ চলে, আবার সেই লাঠি দিয়েই কাউকে পিটিয়ে মেরে ফেলা যায়।

প্রিয় ফারাজা তাবাসসুম খান (ফাইহা)-
তুমি আমার বড় আদরের মেয়ে। আমার কলিজার টুকরা। এখন তোমার বয়স দুই বছর ছয় মাস। ফারাজা, আমি দেশটাকে বুঝতে চেষ্টা করি। এত দুঃখী মানুষ আর কোনো দেশে নেই। আমরা ভাতে দুঃখী, কাপড়ে দুঃখী, চিন্তায় দুঃখী, প্রেম ভালোবাসায় দুঃখী, কাজে দুঃখী। উন্নত দেশের সাথে আমরা কোনো কিছুতেই পারি না। লেখাপড়ায় পারি না, অলিম্পিকে পারি না, ফুটবলে পারি না, বিজ্ঞানে পারি না, সততায় পারি না। তুমি পারবে, তোমরা পারবে। এই বিশ্বাস আমার আছে। এই প্রজন্ম জ্ঞান বিজ্ঞানে অনেক দূর যাবে। তোমাকে লেখাপড়া শিখতে হবে। কাজ করতে হবে, সমাজের জন্য, দেশের জন্য, বিশ্বের জন্য। নিজেকে ছোট্র গন্ডির মধ্যে আবদ্ধ করে রাখবে না। আকাশ দেখো কত বিশাল। আপাতত লেখা এখানেই শেষ করছি।

সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোর কথা তুই লিখে সত‍্যতা প্রমান কর।

লিখেছেন ক্লোন রাফা, ২৬ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪১



ব্লগ মনে হয় কারো কারো বাপ দাদার জমিদারি হয়ে গেছে। সব পোস্ট দালাল , রাজাকার, জঙ্গিদের অথবা লালবদরদের স্বপক্ষে হোতে হবে। সত‍্যের আগমনে মিথ্যা বিস্মৃতির অবসান হয় ।আদর্শের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে গুমের ঘটনা: শেখ হাসিনার শাসনকালের একটি কালো অধ্যায়

লিখেছেন নতুন নকিব, ২৬ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৯

বাংলাদেশে গুমের ঘটনা: শেখ হাসিনার শাসনকালের একটি কালো অধ্যায়

গুমের শিকার ব্যক্তিদের অতি ক্ষুদ্র কক্ষের ছবিটি বিবিসি ডটকম থেকে নেওয়া।

পরিচিতি

বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ২০০৯ থেকে ২০২৪ সাল... ...বাকিটুকু পড়ুন

বিএনপি'র লাখ লাখ কর্মী অপেক্ষা করছে, সর্দারের ১ম নতুন ডাকাতীর খবরের জন্য।

লিখেছেন জেন একাত্তর, ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩১



আওয়ামী লীগের সময়, যারা ১৭ বছর ডাকাতী করে যা জমায়েছিলো, বিএনপি'র কয়েক লাখ লোজজন তাদের থেকে একটা বড় অংশ ছিনিয়ে নিয়েছে; সেই প্রসেস এখনো চলছে। তবে, বস... ...বাকিটুকু পড়ুন

=জোর যার, ক্ষমতা তার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৪



কনুইয়ের গুতাতে কার, জায়গাটা দখলে
কে সে, জানো তো সকলে!
ক্ষমতার লড়াইয়ে, বল চাই-
দেহে বাপু জোর চাই
জোর যার, ক্ষমতা তার,
রাজনীতির ছল চাই।

ক্ষমতাটা নিতে চাও, জোর চাই
দেহ মাঝে বল চাই,
ধাক্কায় নির্বল, ফেলে... ...বাকিটুকু পড়ুন

ইসলামপন্থী রাজনীতির বয়ান এবং জামাতের গাজওয়াতুল হিন্দ-এর প্রস্তুতি

লিখেছেন শ্রাবণধারা, ২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:২০


গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ নিজে ব্রাহ্ম হয়েও, ব্রাহ্ম সমাজের আদর্শের বিপরীতে "গোরা" নামে একটি চরিত্র তৈরি করেন। গোরা খুব কট্টরপন্থী হিন্দু যুবক। হিন্দু পরিচয়ে বড় হলেও, আসলে সে আইরিশ দম্পতির... ...বাকিটুকু পড়ুন

×