
১। একদিন পার্কে একটা কাপল ডেটিং করতে গেছে।
গিয়ে দেখে সেখানে এক বৃদ্ধ চোখ বুজে বসে আছে। ছেলেটি বললো, দেখো কেমন স্বভাব বুড়োর। এত সুন্দর জায়গায় বুড়ো চোখ বুজে বসে আছে।‘
চোখ বন্ধ করে রাখা বুড়োর নাম জালালউদ্দিন রুমী। উনি চোখ খুলে উত্তর করলেন। 'কেউ কেউ চোখ বুজেও অনেক বেশী সৌন্দর্যের সন্ধান পায়।
২। আসলে জীবনের কোন উদ্দেশ্য নেই। কারণ, এই জীবনটা আমরা চেয়ে নেইনি।
কিংবা এ জীবনের সৃষ্টিতে আমাদের কোন হাত নেই। এটি প্রকৃতি/ঈশ্বর দ্বারা সৃষ্ট। মানুষের কাজ হলো যার যার পরিবেশের সাথে খাপ খাইয়ে জীবনকে পরিচালিত করা, জীবিকার সন্ধান করা, সমাজ ও পরিবার নিয়ে বসবাস করা, মহাবিশ্বকে বুঝার ব্যর্থ চেষ্টা করা। সংসারের মিথ্যা মোহে আটকে থেকে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা।
৩। আমি খুব ফুর্তিবাজ মানুষ।
যতদিন বেঁচে থাকব হাসি আনন্দ নিয়েই বেঁচে থাকতে চাই। আচ্ছা, আমি যদি হুট করে মরে যাই? তখন মানুষ আমার বিচার করবে- লোকটা ভালো ছিল, কেউ বলবে লোকটা বদ ছিল। মৃত্যু ব্যাপারটা খুব অদ্ভুত! সব প্রিয় মানুষ ছেড়ে কোথায় চলে যাব কে জানে! মৃত্যু চিন্তা তো খুব স্বাভাবিক চিন্তা। এই চিন্তাই তো মানূষকে জীবনের প্রতি আগ্রহী করে তোলে।
মৃত্যুর পর আমি কি ভূত হয়ে যাবো? নাকি শুধু মাত্র আত্মা হয়ে ঘুরে বেড়াবো। যেভাবেই হোক আমি আমার প্রিয় মানুষদের সাথে থাকতে চাই। প্রিয় মুখ গুলো না দেখে থাকতে পারব না।
৪। বাসে করে বনানী যাচ্ছি। আজ ভাগ্যটা ভাল। সিট পেয়েছি। আমার দুই পাশে দুইজন মেয়ে বসে আছে। দুইজনই দেখতে দারুন সুন্দর। একজন দেখতে বিমানবালাদের মতোন, একজন টিভির সংবাদ পাঠিকার মতোন। অন্যদিনের তুলনায় আজ জ্যামটা একটু কম। ট্র্যাফিক সিগনাল পড়লেই বিমানবালা আর সংবাদ পাঠিকা খুব বিরক্ত হচ্ছে। আমি মনে মনে বললাম, আহ হা বিরক্ত হচ্ছেন কেন, আপনারা ইচ্ছা করলে আমার কাঁধে মাথা রাখতে পারেন।
বাস চলছে। জানালা দিয়ে হু হু করে বাসাত আসছে। বিমানবালার চুল উড়ে আমার গায়ে পড়ছে। সংবাদ পাঠিকার ওড়না উড়ে আমার গায়ে এসে পড়ছে। সত্যিকথা বলতে আমার একটুও বিরক্ত লাগছে না। বরং সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। হঠাত বিমানবালা আমার গায়ের উপর একগাদা বমি করে দিল। বুঝতে পারলাম সে সকালে নুডুলস নাস্তা খেয়েছে। বিমানবালার বমি দেখে সংবাদ পাঠিকাও আমার উপর বমি করে দিল। সে নাস্তা খেয়েছে, পরোটা ভাজি তবে সম্ভবত সাথে ডিম ছিল।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



