আপনারা জানেন আমি দীর্ঘদিন সামুতে আছি।
লিখছি, পড়ছি, মন্তব্য করছি। কালের সাক্ষী বলে একটা কথা আছে। ঠিক সেরকম আমিও অনেক কিছুর সাক্ষী আছি। নিরবে সব দেখছি, জানছি আর চুপ করে আছি। আমি জানি সামুতে কে ভালো ব্লগার। কে মন্দ ব্লগার আর কে ক্যাচাল ব্লগার। আর কোনো ব্লগারের কত গুলো মাল্টি নিক আছে। কে কার সাথে ঝগড়া করলো। কে কার কাছ থেকে টাকা নিলো। কে কার সাথে দেখা করলো এসবও আমি জানি। ফেসবুক ম্যাসেঞ্জারে কোন ব্লগার কাকে নিয়ে গীবত করছে সেগুলোও আমি জানি। কোন ব্লগার ছাদে বসে ফটোগ্রাফী করছে, কফি খাচ্ছে, তা-ও আমি জানি। মডারেটর কি চায় সেটাও আমি জানি।
অনেক কিছু জেনেও আমি চুপ করে থাকি।
যে যা খুশি করুক, আমার কি? আমার দুনিয়া সহজ সরল সুন্দর। জটিলতা কুটিলতা মুক্ত। আপন মনে আমি ব্লগিং করে যাচ্ছি। বাঙ্গালীরা যেহেতু ইতর শ্রেনীর। তাই ব্লগেও কিছু ইতর আছে। সব কালেই ছিলো। এক ইতর যায় তো দুই ইতর আসে। ইতরের ইতরামি বন্ধ হবে না। যাইহোক, সত্য কথা বলি- চাঁদগাজী নিক ব্যান করা হয়েছে। যা অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি। এখন আবার সোনাগাজী নিকটা ফ্রন্ট পেজ ব্যান এবং কমেন্ট ব্যান করা হয়েছে। যা আমার মোটেও ভালো লাগেনি। যে ব্লগার সামুর প্রান তাকে কেন ব্যান করে রাখা হবে? চাঁদগাজী/সোনাগাজীর জন্য অনেক দুষ্ট ব্লগার সামুতে এসে ক্যাচাল করতে পারেনি। তারা মাথা নীচু করে চলে গেছে।
আমাদের দরকার মানবিক ব্লগার।
যে ব্লগারের মধ্যে কোনো কুসংস্কার নেই। যে চিন্তা চেতনায় আধুনিক। বিশ্ব সম্পর্কে সঠিক ধারনা আছে এমন ব্লগার আমাদের প্রয়োজন। ' মোহাম্মদ সাজ্জাদ হোসেন' অতি সাধারন একজন ব্লগার। শারীরিক অসুস্থতার জন্য উনি অনেকদিন ব্লগে ছিলেন না। এখন উনি একটিভ হয়েছেন। প্রায় প্রতিদিনই লিখছেন, মন্তব্য করছেন। মোহাম্মদ সাজ্জাদ হোসেন কুসংস্কার মুক্ত একজন আধুনিক মানুষ। 'আলমগীর সরকার লিটন' নামে এক ব্লগার প্রতিদিন একটা করে কবিতা লিখেন। উনার কবিতার মাথামণ্ডু আমি কিছুই বুঝি না। উনাকে আমি বহুবার বলেছি- কবিতার পাশাপাশি অন্য কিছু লিখুন। উনি আমার কথা শুনেন নাই। ব্লগার 'শাহ আজিজ' সাহেব বিশ্বের চলমান ঘটনাবলী নিয়ে পোষ্ট করেন। উনার পোষ্ট গুলো গুরুত্বপূর্ন। পাঠক তার পোষ্টে ভাল মন্তব্য করে থাকেন।
'সাইফুলসাইফসাই' নামে এক ব্লগার প্রতিদিন একটা করে কবিতা লিখছেন।
উনার কবিতার মান ভালো নয়। উনাকে আমি পরামর্শ দিয়েছি কবিতার পাশাপাশি গল্প, প্রবন্ধ নিবন্ধ লেখার জন্য। উনি আমার কথা কর্নপাত করেন নাই। অন্যদিকে 'মহাজাগতিক চিন্তা' কবিতা ভালো লিখেন। কিন্তু তার রাজনৈতিক পোষ্ট গুলো ভালো হয় না। 'নিবর্হণ নির্ঘোষ' নামে এক ব্লগার 'রুবাই' নাম দিয়ে ৩/৪ চার লাইন কিছু লিখেন। সেখানে লোকজন পাগলের মতো মন্তব্য করেন। অথচ কত ভালো ভালো পোষ্ট আছে। সেগুলো মন্তব্য শূণ্য। ব্লগার 'সত্যপথিক শাইয়্যান' ভাই শত ব্যস্ততার মাঝেও ব্লগে আসেন। লিখেন মন্তব্য করেন। উনার মতো উদার এবং মানবিক ব্লগার সামুতে অনেক কম আছে।
'এমএলজি' নামে এক ব্লগার আছেন।
উনি কেন ব্লগিং করেন আমি জানি না। জানি না উনার উদ্দেশ্য কি! 'তন্দ্রাকুমারী' নামে এক ব্লগার হুটহাট আসেন। কবিতা লিখেন। আবার চলে যান। 'মিরোরডডল' নামে এক ব্লগার আছেন। কম লিখেন। বেছে বেছে মন্তব্য করেন। কোনো কোনো পোষ্টে একাধিক মন্তব্য করেন। 'মি. বিকেল' নামে এক ব্লগার ভালো ভালো বিষয় নিয়ে লিখেন। উনার সমস্যা হলো- উনি অন্যের পোষ্ট পড়েন না। এমনকি মন্তব্যও করেন না। 'স্প্যানকড' নামে এক ব্লগার সস্তা কবিতা লিখেন সেই সাথে কুরুচিপূর্ন ছবি ব্যবহার করেন। যা দুঃখজনক। ব্লগার 'ঢাবিয়ান' এর ব্যাপারে আমি কিছু বলব না। হয়তো তেড়ে আসবেন। ব্লগার 'বাকপ্রবাস' প্রতিদিনই লিখেন। কিন্তু উনার লেখার মান পরিবর্তন হচ্ছে না। কিন্তু কেন? 'সাহাদাত উদরাজী' দারুন আত্মবিশ্বাসী ব্লগার।
'ইফতেখার ভূইয়া' একজন ভালো ব্লগার।
স্বচ্ছ এবং জটিলতা কুটিলতামুক্ত। একমাত্র ইফতেখার ভূইয়ার পোষ্টে আমি কখনও বানান ভুল খুজে পাইনি। ' সোনাবীজ; অথবা ধুলোবালিছাই' হচ্ছে নাক উচু ব্লগার। তার সম্পর্কে কিছু না বলাই ভালো। আমি চাই- ব্লগার 'গেছো দাদা' রম্য নিয়েই থাকুক। ব্লগার 'রূপক বিধৌত সাধু' তার জীবনের গল্প গুলো নিয়ে ভালো লিখেন। উনি সাদাসিদে ব্লগার। ব্লগার ' শেরজা তপন' কে নিয়ে আমার অনেক কিছুই বলার আছে। কিন্তু আমি কিছু বলব না। আমি জানি বোবার শত্রু নাই। হুমায়ূন আহমেদ যেমন সব সময়ের জন্য সেরা। তার সাথে অন্য কোনো লেখক পারেনি। হুমায়ূন আহমেদ সর্বকালের সেরা। ঠিক তেমনি সামুর সেরা হচ্ছে চাঁদগাজী/সোনাগাজী। তার সমতুল্য সামুতে কেউ নেই। উনি সবার সেরা। বাংলা ব্লগিং থেকে তার নাম কখনও হারিয়ে যাবে না।