
বুঝি না কোনটা সুসজ্জিত সমাধি আর কোনটা সুসজ্জিত বাসস্থান!
মাঝেমধ্যে মনে হয় অবিকল অনুরূপ; যদিও কারো সাথেই নেই বনি ও বনা।
ফিরে এসেছে আবার কলহকারণ ছাড়াই কলহযুগ।
দু'টোই সাজিয়ে রেখেছি ধুতরা ও দুধ
কেননা আমি বোধপ্রাপ্ত হবার পর থেকেই দেখে এনেছি দু'টোই আমরা পান করি ও করাই।
নিজে মরি একবার অন্যদের মারি অগণনবার।
ভেবেছি এবারের বানের জলে ভেসে যাবো নতুন লোকালয়ে!
কিন্তু বান কোথায় নাকি বানও পড়ে গেছে বালির বাঁধের বাঁধনে।
অনেককিছুই তো চেয়েছিলাম আর একটা একটা
আকাঙ্ক্ষার প্রয়ান আমাকে চেনায় নতুন নতুন আকাঙ্ক্ষা যদিও অধিকাংশ মরীচিকা।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২৫ সকাল ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






