একটু হেসে বললে তুমি, দাঁড়াও..
ফিরে নাহি চাহিনু তোমা পানে
কঠিন অভিমানে।
আবারও একি আহবান আমা হতে দু'ফিট পিছে
নাফিরে আমি ,উত্তরে বলিলাম..
কেন ডাকো মিছে?
দূরে দূরে কেন পুচিলে তুমি
আরো জানিতে চাহিছো, ভালোবেসে কি তবে
অপরাধি এই আমি?
এতোযে ডাকিছো ভেবে, মনকে মানিয়ে
দেখিলাম পিছন ফিরে, দেখি অনেকে তোমায় ঘিরে..
চলেগেলে দূরে...
বুঝিলাম শেষে, হারিয়ে তোমায়
অভিমান করা কি আমায় মানায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



