বন্ধুতের সংজ্ঞা আমার অনেক আগে থেকেই জানা। বিশ্বের অনেক দেশে আমার অনলাইন বন্ধু রয়েছে। যাদের সাথে আমি সর্বদা যোগাযোগ করে থাকি। অনলাইন ছাড়াও আমার আরো আছে বিভিন্ন দেশী- বিদেশী বন্ধু। ভালো বন্ধুত্ব করা আমার পছন্দ। আমার প্রোফাইল দেখলে হয়তো বুঝতে পারবেন বন্ধুতকে আমি কতটুকু গুরুত্ব দিয়েছি। সাউথ আফ্রিকাতে আমার চার জন বন্ধু আছে যারা প্রত্যেকে কাজ সেরে অনলাইনে আসেন। বর্তমানে ঐ দেশের সাথে আমাদের দেশের পাঁচ ঘন্টা ও পূর্বে চার ঘন্টার ব্যাবধান ছিল। কর্ম শেষে তারা অনলাইনে আসতো ঐ দেশের সময় রাত দশটায় যখন আমাদের দেশে রাত দু’টো। আমদের দেশে গ্রাম গনজে চার-পাঁচ ঘন্টা ঘুম হয়ে গেছে। এদিকে আমি বন্ধুত্ব বজাতে বসে আছি নাঘুমিয়ে। এছাড়াও এমন অনেক ঘটনাই আছে যা বললে হয়তো শেষ করা সম্ভব নাও হতে পারে। একবারতো ইন্দোনেশিয়ান এক বন্ধু আমার সাথে দেখা করার জন্য বাংলাদেশেও এসে পরেছিল (২০০৬)। আমার একটি পোষ্ট আছে যার শিরনাম ”ভূতের বিবাহ” ঐ পোষ্টে যে ছবি গুলো দেয়া আছে ঐ ছবি গুলো আমাকে আমার এক ইন্দো-বন্ধু পাঠিয়েছিল। এ ছাড়া MXIT, mig33 সহ বিভিন্ন সাইডে আমার অসঙ্খ বন্ধু রয়েছে। বন্ধুত্ব নিয়ে এত কিছু বলতে হচ্ছে কেন তা হয়তো অনেকের মাঝে প্রশ্ন এসে যাচ্ছে। বন্ধু কম বেশী সবার আছে। তবে বন্ধুত্ব করতে গিয়ে আমি অনেক কিছুই দেখেছি, অভিজ্ঞতাও কম হয়নি আমার। বিস্বাস করবেন কিনা জানিনা, বন্ধুত্বকে দুর্বলতা ভেবে অনেকে আবার ক্ষতি করেছে। আমার অভিজ্ঞতার সাথে আজিনা আপনারা একমত হবেনকিনা তবুও বলি শুনুন, আমি বন্ধুত্ব খুঁজতে গিয়ে বারবার উপলব্ধি করেছি আমদের দেশের মত ত্যাগি বন্ধু আর কোন দেশে নেই। অনেক সময় অবাক হয়ে যায় যখন কোথাও চেট করি তখন সবাই শুধু বিদেশী বন্ধু খুঁজে। বোকাগন বিদেশী বন্ধু কতৃক শুধু মজা পাবেন মজা, কিন্তু বন্ধুত্বের যে প্রাকৃতিক নিয়ম তা কখনোই দেখতে পাবনেনা।
গতকাল ইয়াহুতে আসতেই শামিম সিকদার (টোকাই প্রথম আলো অতিপরিচিত ব্লগার) ভাইকে দেখে চেট শুরু করলাম। শামিম ভাই কনফারেন্সের জন্য ইনভাইট করলে আমি ওতে জইন দেয়। দেখি আস্তে আস্তে আরো দু'তিন জন যোগ দিল মোটামুটি সবাই ব্লগার। সর্বশেষে আরেকজন যোগ দিল যেওকিনা নতুন ব্লগার। শামিম ভাই একবার পরিচয় করিয়ে দিতে নাদিতেই জমপ্রেস আড্ডা জুড়ে দিল আমার সাথে। শামিম ভাই ঐ ফাঁকে বিদায় না জনিয়েই কেটে পরলেন। শুধু একটু পরিচয়ে সে আমাকে যতটুকু বন্ধু করে নিয়েছে যা দেশী ব্ন্ধুর সচ্চতাকে আবারো ফুটিয়ে তুললো। সে বন্ধু যার নাম দিপালি সাদি। অনেক ধন্যবাদ শামিম ভাই ( দিপালি দিতে বলেছিল)। দিপালিকেও অনেক অনেক ধন্যবাদ আমার দেশী বন্ধু প্রিতিকে অটুট রাখাতে সাহায্য করার জন্য। এভাবে অনেক অবিজ্ঞতা আছে আমার। এখন আর রাত জাগতে হয়না আমার, কারন দেশী বন্ধুদের সাথে কথা বা চেট করে যে আত্নতৃপ্তি প্রয়োজন তা আমার মিটে যায়, তবে অনেক বন্ধু আছে বিদেশী যারা আমাদের সময় হিসেবে আমার সাথে যোগাযোদগ করে থাকে।
আলোচিত ব্লগ
কম্বলটা যেনো উষ্ণ হায়

এখন কবিতার সময় কঠিন মুহূর্ত-
এতো কবিতা এসে ছুঁয়ে যায় যায় ভাব
তবু কবির অনুরাগ বড়- কঠিন চোখ;
কলম খাতাতে আলিঙ্গন শোকাহত-
জল শূন্য উঠন বরাবর স্মৃতির রাস্তায়
বাঁধ ভেঙ্গে হেসে ওঠে, আলোকিত সূর্য;
অথচ শীতের... ...বাকিটুকু পড়ুন
ইউনুস সাহেবকে আরো পা্ঁচ বছর ক্ষমতায় দেখতে চাই।

আইনশৃংখলা পরিস্থিতির অবনতি পুরো ১৫ মাস ধরেই ছিলো। মব করে মানুষ হত্যা, গুলি করে হত্যা, পিটিয়ে মারা, লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা, পুলিশকে দূর্বল করে রাখা এবং... ...বাকিটুকু পড়ুন
হাদির যাত্রা কবরে, খুনি হাসছে ভারতে...
হাদির যাত্রা কবরে, খুনি হাসছে ভারতে...

হ্যাঁ, সত্যিই, হাদির চিরবিদায় নিয়ে চলে যাওয়ার এই মুহূর্তটিতেই তার খুনি কিন্তু হেসে যাচ্ছে ভারতে। ক্রমাগত হাসি।... ...বাকিটুকু পড়ুন
'জুলাই যোদ্ধারা' কার বিপক্ষে যুদ্ধ করলো, হ্তাহতের পরিমাণ কত?

সর্বশেষ আমেরিকান ক্যু'কে অনেক ব্লগার "জুলাই বিপ্লব" ও তাতে যারা যুদ্ধ করেছে, তাদেরকে "জুলাই যোদ্ধা" ডাকছে; জুলাই যোদ্ধাদের প্রতিপক্ষ ছিলো পুলিশ, র্যাব, বিজিবি, ছাত্রলীগ; জুলাই বিপ্লবে টোটেল হতাহতের... ...বাকিটুকু পড়ুন
হাদিকে মারল কারা এবং ক্রোধের আক্রশের শিকার কারা ?
হাদিকে মারল কারা এবং ক্রোধের আক্রশের শিকার কারা ?
হাদিকে মারল জামাত/শিবির, খুনি নাকি ছাত্রলীগের লুংগির নীচে থাকা শিবির ক্যাডার, ডাকাতি করছিল ছেড়ে আনলো জামাতি আইনজীবি , কয়েকদিন হাদির সাথে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।