"টিপাইমুখ বাঁধ" আমাদের সকলের জন্য এখন মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা যারা এ বিষয়ে বিভিন্ন আলাপ আরোচনা বা সমালোচনা করছি তা এখন আমার কাছে একটু বেশী বেশী মনে হচ্ছে। কেননা কিছু কিছু মন্তব্য লাগাম হারাচ্ছে বলে মনে হচ্ছে। আমি নিজেও টিপাই মুখে বাঁধ নির্মানের ঘোড় বিরোধি। যা আমার পূর্বের পোষ্ট পর্যালোচনা করলেই বোঝা যাবে। কিন্তু আমার প্রশ্ন হলো আমরা কতটুকু জানি এ ব্যাপারে? আমরা কারো কাছ থেকে শুনে এসব আজব মন্তব্য করছি নাতো? আমি বলছি কিছুই জানার দরকার নাই শুধু এতটুকুই যতেষ্ট যে আমাদের অপূরনীয় তি হবে যদি এ বাঁধ নির্মাণ হয়। তবে এ ক্ষতির দায়-দায়িত্ব কার? অবশ্যই ভারত সরকারের পুরপুরি নয়। আমার তি আমাকেই বুঝতে হবে, তাই নয় কি? যদি তাই হয় তবে ভারতের দোষ কোথায়? সে তার শুবিধা বুঝে নিচ্ছে। আমাদের সরকার আমাদের দেশের কথা কি একবারও চিন্তা করেনি মনে করছেন সবাই? নিশ্চয় আমাদের দেশীয় কোন না কোন স্বার্থ এখানে আছেই আছে। বি.এন.পি বিরোধি দল হিসেবে এখন আছে, তারা বিরোধিতার াতিরে অনেক কিছুই বলবে তাই বলে আমরাও? কয়েকটা ব্লগে ভিজিট করে দেখলাম পিনাক রন্জনকে নিয়ে অনেক আজেবাজে মন্তব্য করা হয়েছে আনেক পোষ্টে। অবাক না হয়ে পারলাম না। সে একজন চাকুরিজীবি, চাকুরি নিয়ে তিনি আমাদের দেশে এসেছেন। তার দেশের সরকার তাকে যেমন বলছে তিনি ঠিক ঐ পর্যন্তই করছেন। তার দায়িত্ব অনুযায়ী সে যতটুকু সুবিধা আদায় করে তার সরকারকে দিতে পারবেন তখন তিনি স্বার্থক হবেন। দায়িত্বে অবহেলা করছেনা বলে কি তাকে এমন কটাক্ক করছি আমরা? একটি পোষ্টের শিরনামে দেখলাম ” পিনাক রন্জনকে লাথি,থুতু ও মুতু সবই দেয়া দরকার”। এ কেমন আচরন? তবে কি আমরাও অসভ্য হিসেবে বিশ্ব দরবারের সামনে দাঁড় হতে যাচ্ছি? বি.এন.পি এখন এটা সেটা বলছে। কিন্তু মূল কথা হচ্ছে এই বাঁধ প্রকল্প মূলত তাদের আমল হতে আলোচনায় আসে। তখন তারা চুপচাপ ছিল। কারণ সরকারে থাকলে অনেক কিছু চাইলেই করতে পারে না। তাই সকলের প্রতি অনুরোধ অন্যদের দোষ দোষ বলে নিজে বাঁচানোর যে অপচেষ্টা, চলুল তাকেই রুখি। অন্যদের উপর দায়িত্ব চাপিয়ে দিয়ে আমাদের যে দায়িত্ব তা ভুলে গেলেও কিন্তু হবেনা। ভারত তাদের নিজ দায়িত্ব ঠিকই পালন করছে। আমরা এখানে বসে যতই চাপাবাজি করিনা কেন কোন লাভ নাই। তবে সরকার যদি এ ব্যাপারে এখন কিছু করতে নাপারে তবে পরবর্তিতে দেশ কোন তির সম্মুখিন হলে তাদের জবাবদিহিতা দিতে হবে এমন অঙ্গিকার সকলের সামনে করতে হবে। আমরা যতই অন্যকে থুতু ,মুতু দেয়না কেন লাভ নেয় কোন, কারন সর্বপরি ক্ষতিটা কিন্তু আমাদেরই। দেশের কারো কিছু করার আছে কিনা ভেবে দেখুন আগে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৯ দুপুর ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



