২৪ জুন হতে ২ জুলাই পর্যন্ত টানা ৯ দিনের কর্মসূচি ঘোষনা করেছে আন্তর্জাতীক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। হিন্দু ধর্মালম্বিদের একটি গুরুত্বপূণ্য অনুষ্টান জগন্নাথদেবের রথযাত্রা। গত ২৪ জুন মহাযজ্ঞ ও রথসহ শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় নয় দিনের কর্মসূচির প্রথম দিন। প্রথম দিনের উদ্ভোদনকালে অন্যান্য গুনিজনদরে মাঝে উপস্থিত ছিলেন বিনোদ বিহারী ও চট্টগ্রামের মেয়র জনাব আল-হ্বাজ এ. বি. এম মহিউদ্দিন চৌধুরী। চট্টগ্রামের মেয়র তার বক্তব্যে সকল ধর্মের লোকদের জন্য এটি একটি মিলন মেলা হিসেবে আক্ষায়িত করে বলেন, সকলকে একত্রিত হয়ে শান্তিপূর্ণ ভাবে ঘোষিত কর্মসূচিকে সফল করার লক্ষ্যে কাজ করতে হবে। বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে রথ যাত্রার শুরু হয় চট্টগ্রামের প্রর্বত্তক মোড় হতে।**ব্যানার নিয়ে শোভাযাত্রার একটি অংশ।ইসকন আয়জিত এ রথযাত্রা প্রর্বত্তক মোড় হতে নগরির গোল পাহাড় মোড়ে এসে কিছুন অবস্থান করেন । গোল পাহাড় মোড় হতে সোজা মেহেদি বাগ রোড হয়ে কাজীর দিঘী মোড় দিয়ে ঢুকে আসকার দিঘী হয়ে সোজা জামাল খাঁন রোডে। জামাল খাঁন হতে চেরাগি পাহাড় হয়ে আন্দকিল্লা মোড়ে এসেই কিছুন স্থির হয়ে পরে শোভাযাত্রা। আবার যাত্রা শুরু হলে আন্দরকিল্লা হতে জেল রোড হয়ে ঐতিহ্যবাহি লালদিঘী মোড় দিয়ে সোজা কোতয়ালী মোড়। কোতয়ালী মোড় হতে নিউ মার্কেটের পাশ দিয়ে রাইফেল মার্কেট হয়ে তুলসী ধামের হয়ে নন্দনকানন এসে থামলো রথযাত্রা। এখানেই শেষ নয় অনেক রাত পর্যন্ত চলে সাস্কৃতিক অনুষ্টান নগরির নজরুল স্কয়ারে (ডিসি হিল)। আর এভাবেই দেশবাসির মঙ্গল কামনার মধ্য দিয়ে শেষ হলো অনুষ্টানের প্রথম দিন।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০০৯ দুপুর ২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



