নব্য এই দেশপ্রেমিকরা হেন কোন ইস্যু নাই যেখানে সরকারের অপশাষন খুজে পায়। এদের দেখলে মনে হয় বিপ্লব সময়ের ব্যাপার।
এরা ব্লগে ছাগলের মত মন্থরগতিতে চলাফেরা করে এবং প্রতি ৫-১০ মিনিট অন্তর অন্তর ঘাপটি মেরে বসেই চটপট ল্যাদা ছেড়ে দেয়।
এরপরই আসে তাদের ব্যাকআপ টিম। তারা সেই লাদির গুনাগুন বর্ণনা শুরু করে এবং লাদি খেয়ে টপাটপ ৪-৫টা ভাল লাগলো বাটন চেপে দিয়ে যায়।
জামাত-শিবিরের কর্মীরা রাজপথে থেকে পালিয়ে এসে ব্লগে জায়গা করে নিতে চাইছে। এদের ল্যাদা দেখলে এড়িয়ে যাবেন না। ওদের ঘাড় ধরে তাদেরই ত্যাগ করা ল্যাদাসমুহ খেতে বাধ্য করুন।
যদি ছাগু প্রতিরোধ না করেন তবে পরিনতি হবে এমন।
আপনার-আমার কষ্টের পুঁজি নষ্ট করবে এভাবেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




