জলের ছায়া,গাংচিলের পালক
আর নিষ্পেষিত সিগারেটের উচ্ছিস্ট ছাই ছাড়া আর কিবা থাকতে পারে?
কি চায় পৃথিবী তার কাছে-একটা সাধারন জীবন,একটা ঘর,উঠান,চৌকাঠ,একজন নারী,কয়েকটা শিশু,কিছু মামুলি কথা,অথবা ভালোবাসা......
এইতো চায় পৃথিবী,
এসব তো আমি পেছনে ফেলে এসেছি বহুদিন,বহুরাত আগেই..।
সমস্ত দৈনিক চাহিদা আমি অনুভব করিনা আর তেমন ভাবে।শুধু অনুভব করি
জোয়ার-ভাটার খেলা,ঝরের প্রবলতা
আর সমুদ্রের বুকে জমে থাকা বরফ খন্ডের শীতলতা,আর সমুদ্রের বুকে রোদের স্নান।
আমার সমস্ত চাওয়া,সমস্ত সুখ আমি অর্পণ করেছি সমুদ্রের জলে।জলদেবতার পায়ে।
তাই পৃথিবী চেওনা আমার কাছে কোনো সহজ গেরস্থি,
সাধারন কোনো যাপিত জীবন।আমি আমার সমস্ত সত্তাকে বিলীন করেছি
অসম্ভবের পায়ে,জলধির ঢেউয়ে........
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১১ রাত ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




