i » তার লিখা ম্যাসেজ আপনি বার-বার..বার-বার আবার পড়বেন,পড়তেই থাকবেন..
ii » যখন তার সাথে হাঁটবেন আপনার হাটা খুবই ধীরগতির থাকবে,ঠ্যালা গাড়ির মতো..
iii » সে সামনে থাকলে আপনি ভীতু প্রকৃতির হয়ে যাবেন লজ্জা পাবেন লাল হবেন নীল হবেন গোলাপি হবেন..
iv » আপনার সমস্ত ভাবনা জুরে থাকবে শুধু সে ই সে,আপনার হার্ট বিট বাড়তেই থাকবে বাড়তেই থাকবে..
v » যখন তার কথার শব্দ অথবা তার উপস্থিতি টের পাবেন খুশিতে আপনার হাঁসি চলে আসবে অচেনা ভয়ে হৃদয় ভেঙ্গে হবে টুকরা টুকরা..
vi » যখন সে সামনে থাকবে আপনার আশে পাশের মানুষ গুলোকে দেখতে পাবেননা আপনি শুধু তাকেই দেখবেন,লুকিয়ে লুকিয়ে দেখবেন..
vii » আপনি ঝিমানো টাইপের গান শুনা শুরু করবেন.. .."ঘর খুলিয়া বাইর হইয়া..জোছনা ধরতে যাই,আমার হাত ভর্তি চাঁদের আলো..ধরতে গেলেই নাই"
viii » আপনার রূপচর্চা বেড়ে যাবে স্টাইল চেঞ্জ হয়ে যাবে..
ix » যখন আপনি তার কথা ভাবছেন খেয়াল করবেন আপনি একলা একলা হাসছেন..
x » এই লিখা গুলো পরতে পরতে আপনি আপনার পছন্দের মানুষটিকে মনের অনেক গভীর থেকে ভেবেছেন.. ♥

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




