প্রথমাংশ
Click This Link
প্রকৃতি , প্রলয় , প্রণয় আর প্রস্থান নিয়ে
আমি এঁকেছিলাম চারটি চিত্রকলা।
তুমি নিতে চাওনি।
নিলে ভালোই করতে। কারণ
প্রকৃতিতে থাকে যে সবুজ , সেটা আমার রক্তের রঙ
প্রলয়ে থাকে যে ভাঙন , তা আমার শক্তির সমষ্টি
প্রণয়ে থাকে যে উষ্ণতা তা আমার শৌর্যবীজ
প্রস্থানে থাকে যে ছায়া তা আমার , ফিরে আসা ঘোর
আসলে তুমি পড়তেই জানো না
না হয় বর্ষাপাঠের লগন থেকে এভাবে চোখ ফিরিয়ে নিতে না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




