শ্রবণে আমার কোনো সমস্যা নেই , শুধু
শ্রাবণ এলেই অনুমান করতে পারি না
ঢেউয়ের শব্দ । বিলের বালিকারা দুহাত
তুলে যে শালুকের জন্য নিয়ত প্রার্থনা করে
যায়, সেই আলোর আয়াত আর পড়ন্ত
সূর্যের ভাষা।
আমাকে আচ্ছন্ন করে রাখে শ্রাবণশক্তির দিন,
কিছুটা অপলক
আর কিছুটা অপহৃত হয়ে
আমি কান পাতি , নীলিমাগুহায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




