শস্য ইলিশ, চিকেন ঝাল মসলা, বেগুন টক দই, কাবাব, পুটি মাছ বেসন দেয়ে ভাজি, পোলাও ইত্যাদি রান্নায় স্পেশালিষ্ট আমার এক ফেস বুক ফ্রেন্ডের চাচতো ভাই ইন্টারনেটে এস,এস,সি পরীক্ষায় রিজাল্ট "এ+" পরিবর্তে "এ" পেয়েছে দেখে অতি মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে বেহাল দাশা ঘটিয়েছে। বাবা মায়ের সকল আশা ভরসাকে হতাশ করে সে এমন জঘন্য সিদ্ধান্ত নিয়ে ফেলে, কিন্তু আশার বিষয় হলো স্কুল থেকে খবর আসে সে "গোল্ডেন এ+" পেয়েছে !!
ভাগ্যিস বেচারা বেঁচে গেছে তা না হলে খালি হতো আরেক মায়ের কোল। এ ধরনের ভুল রিজাল্ট কি ভাবে ইন্টারনেটে কর্তৃপক্ষ প্রকাশ করলো? তাদের এ ভুলের জন্য চিরতরে আমাদের মাঝ থেকে হারিয়ে যেন এক মেধাবী ছাত্র। কে নিতো এর দায় ভার? বোর্ড না দায়িত্বরত কম্পিউটার অপরেটর?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




