আসল টার্গেটটি কি..........?
বিশ্লেষন করে দেখলাম :
১. জামায়াতকে তার দলীয় অস্তিত্ব ও নেতাদের জীবন নিয়ে ব্যস্ত রাখা।
২. যাবজ্জীবন সাজা দিয়ে ভারতপন্থী এবং বামদের রাস্তায় নামিয়ে দেয়া।
৩. পুরো জাতিকে একটি অস্থিরতায় ব্যস্ত করা।
৪. রাষ্ট্রীয় খুন ও গুমের ঘটনাগুলো ভুলিয়ে দেয়া।
৫. আওয়ামী সমর্থিত অর্থ লুটেরা, দূর্নীতিবাজ ও খুনীদের জামিন দিয়ে মুক্তি প্রদান।
৬. আদালতের ঘাড়ে দোষ চাপিয়ে ও আলীগ নেতাদের নামিয়ে মাঠ দখলে নেয়া।
৭. বিএনপির আন্দোলনকে সংকুচিত করে দেয়া।
৮. পুরো মিডিয়াকে একটি বিষয়ে ব্যস্ত করে দেয়া।
৯. এরশাদকে সরকার বিরোধী বানিয়ে দেয়া।
১০. তত্বাবধায়ক সরকার ইস্যুকে ডেড ইস্যু করে দেয়া।------------------
ফলাফল ও টার্গেট: নির্বিঘ্নে নির্বাচন করে কি ক্ষমতা ২০২১ পর্যন্ত প্রলম্বিত করা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




