
উপরোক্ত ছবি দেখিয়া দুইজন জ্ঞানী লোক পৃথক পৃথক মুল্যবান বানী দিয়েছেন
ছবির বাম পাশের অর্ধেক দেখিয়া
জনৈক আস্তিক বলেনঃ সুবাহানাল্লাহ!!
আর ছবির ডান পাশের অর্ধেক দেখিয়া
মুক্তমনা আ(?)ফর ইকবাল স্যার বলেনঃ (ছবি দেখার পর উনি টয়লেটে চলে যাওয়ার কারণে উনার বক্তব্য নোট করা যায়নি, ওখান থেকে এসে অনুভূতি জানাবেন হয়ত)
এইবার রক্ষণশীল/আস্তিক আর কথিত প্রগতিশীল/নাস্তিক ভাইয়েরা মারামারি করেন, আমি চিপসের প্যাকেট নিয়া গ্যালারিতে বইলাম
বিঃদ্রঃ ইহা একটি নিতান্তই ফান পোস্ট, এতে কারো পাছায় আগুন লাগলে গদাম মারতে মারতে আগুন নিভানো হইবেক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




