দিনে দিনে দেনার পাহাড় হয়েছে
তোমার রাষ্ট্র, তোমার সমাজ, তোমার ধর্ম, তোমার পরিবার
কী দিয়েছ তাদের?
এখন তুমি পালিয়ে বেড়াচ্ছ??
নিজেকে গুটিয়ে ফেলতে চাচ্ছ সব থেকে?
একটা বার ভেবেছ তোমার এ নিশ্চুপতার মানে কি?
তুমি কি বুঝ তোমার একার এ প্রস্থান শুধু তোমার একার না
রাষ্ট্র, সমাজ, ধর্ম, পরিবার
কি জবাব দিবে তাদের??
হয়ত বলবে তুমি নিশ্চুপ না অথবা সবাইকে মুক্তি দিতে চাও
সবার সাথে সবকিছু মিলিয়ে নিয়ে থাকতে চেয়েছিলে
কিন্তু, কেন যে কিভাবে কিছুই হলোনা
সব এলোমেলো!
পারবে তুমি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


