ঘুণে ধরা সমাজে একটা প্রবাদ বাক্য আছে দরদাম করে বাজার করা যায়, কিন্তু বিবাহ করা যায় না। কিন্তু এখন পারিবারিক বা সামাজিক বিয়েগুলি দরদাম করেই হয়। না এই দরদাম ছেলে পক্ষের (যৌতুক) দাবী না। এগুলি মেয়ে পক্ষের অধিকার দাবী। এই দাবীগুলির মধ্যে গুরুত্বপূর্ণ গুলি হলো বড় অংকের কাবিননামা, ভারি ভারি সোনার গয়না, নামিদামি শাড়ি ইত্যাদি ইত্যাদি। এই দাবীগুলি নারীর অধিকার হিসেবে ঘুণে ধরা সমাজে শক্ত পায়ে দাঁড়িয়ে আছে। এর ঠ্যাঙ ভেঙ্গে দেওয়া এখন সহজ কথা নয়। তাইতো এদেশে এখন বিবাহ যৌগ্য যুবকের সংখ্যা নেহায়েত কম বিবাহ যৌগ্য নারীর তুলনায়।
আর যৌতুক তো এখন খুব দুর্বল পায়ে দাঁড়িয়ে আছে। খুব শীঘ্রই যৌতুক একেবাড়েই ভেঙ্গেচুরে আতুর হয়ে পরবে। তারপর আর কয়েকশ বছর সে সোজা হয়ে দাড়াতে পারবেনা।
বিঃদ্রঃ- বিশাল ভাবে বিরাট কিছু লেখার ইচ্ছে নেই বলেই এই অল্প কয়েকটা শব্দ লিখলাম। না হয় হয়তো এই লেখায় কয়েক হাজার শব্দ স্থান পেয়ে যেত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


