অনেক দিন পর আজকে সামু তে ঢুকলাম। ঢুকেই একটু অবাক খাইলাম। দেখি, আজকে আমার সামুতে কাটায় কাটায় ৪ বছর। পরে বুঝলাম হয়ত মনের টানেই ঢুকসিলাম।
জানি না কেন জানি মাঝখানে সামুর প্রতি একটা অনীহা চলে আসছিল। সর্বশেষ পোস্টটি করেছিলাম ২০১৩ সালের জুলাই মাসে।
আবার রেগুলার হয়ে যাবো সামুতে। এই জায়গাটা থেকে আমি অনেক কিছু জেনেছি।
ধন্যবাদ সবাইকে।
*** ৪ বছরের পরিসংখ্যান ***
পোস্ট করেছেন: ১৫৯টি
মন্তব্য করেছেন: ৯০৬টি
মন্তব্য পেয়েছেন: ১৩৮৯টি
ব্লগ লিখেছেন: ৪ বছর ১০ ঘন্টা
ব্লগটি মোট ৩৫২৫২ বার দেখা হয়েছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



