কিন্তু ঘুম হইতে উটিয়া তিঙ্কুনা তাহার ধারে কাচেও গেল না। মামো দমিয়া গেলু। সে রউনা হইলু আলু বলগের অপিষের দিকে।
অপিষে তাহাকে পইলা শুবেচ্চা ঝানাইল পিওন মোকছেদ। যাক, তাহার মনটি এক্টু টান্ডা হইল। আদাগন্ঠা পর সে দেকিল দূর হইতে আলুর তরুনী রিপুটার লাস্যময়ী বালিকাটি হাঁটিয়া তাহার দিকেই আসিতেচে। সে আসিয়া বলিলু, শুব ঝন্মদিন মামো বাইয়া। উত্তরে সে দুইটি হাত আড়মোড়া ভাঙ্গার ভাঙ্গিতে ছাইয়া ইসটাইলে মুচরাইয়া বলিল থেঙ্কু। বালিকাটি বলিলু, আইজ আফনার ঝন্মদিন, ইকটুস বাইরে লানছ করিলে কেমুন হই? মামো আবারো ছাইয়া ইস্টাইলে বলিলু থেঙ্কু।
তাহারা তুইজনে গিয়া ডুখিল একটি দামী রিসতুরায়। বরপেট খাইয়া সে উটিয়া এককানি ঢেকুর তুলিল তিপ্তির সহিত।
কিন্তুক ইহাই সব নহে। তাহার ঝইন্য আরো ছমক ছিল। লাস্যময়ী বালিকাটি টেস মারিয়া কহিলু, আমার অ্যাফাটমেন্ঠ নিকঠেই, আপনি ঝাইবেন কি? ছা খাউয়াইব। ভয় পাইবেন না, অ্যাফাটমেন্ঠ খালিই তাখিবে।
মামো অতি আনন্দে হাত দুইখানি নিজেন প্যান্টের বিথর বরিয়া বালিকার ফিচন ফিচন রওনা দিলু।
অ্যাফাটমেন্ঠ পৌছিয়া বালিকা কহিলু আপনি ছোপায় আরাম করিয়া বসুইন, আমি আমার বেডরুম হইতে ফেরেস হইয়া আসি। মামো বাভিল, আহা...আহা...
বালিখাঠি বেডরুমে ডুখিল।
মামো কথদিন এই বালিকার শাড়ির ফাক দিয়া উতিজুকি মারিয়াচে, আজ আসিয়া সেই সুযুগ দরা দিয়াচে। কুন কুন আসনে কী করা যাইবে, মামো তাহা টিখ করিতে লাগিলু।
একঠু পর বালিখার বেড রুমের দরজা খুলিলু। বালিখাটি কি সমক্ষিপ্ত পুষাক পরিয়া আসিবে নাকি কুন রকম বাহুল্য ছাড়াই আসিবে মামো তাহাই বাবিতে ছিল।
ওমা, বালিকার বদলে সিখান হইতে বাহির হইলু বজ্জাত শরীপ, তিঙ্কুনা, আলু বলগের লুকজন আর বধিউর বাই। সব্বাই বলিতে লাগিলু হেপি বাড্ডে ঠু ইউ...হেপি বাড্ডে ঠু ইউ...
মামো থকন হতবিহব্বল হইয়া সুপায় বসিয়া থাকিলু, একেবারে ঝন্মদিনের পুষাকে।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




