শাহবাগি সাধু নাকি রাজাকার নাতি!
সে আবার সিল-মারা লীগ-নেতা পাতি!
ওর কথা শুনে যারা উঠেছিল মাতি-
পরিচয় জেনে তারা মারে ওরে লাথি!
তাও দেখি ফুলিয়ে সে বক্ষের ছাতি-
করিতেছে হাউকাউ- খুব মাতামাতি।
(২)
জেনে গেছে দেশ-দশ, জেনেছে মানুষ
শাহবাগি সাধুরা যে উড়ায় ফানুস।
তাল দেয়, তেল দেয় সরকারি দল
মাল দেয় দস্যুরা- চাটে সেই মল।
মুরতাদ, মুনাফিক ওরা সাথী-সঙ্গী
তাওহিদি জনতাকে বলে ওরা জঙ্গী।
হেফাজতে ইসলাম জেগে ওঠে তাই
শাহবাগি সাধু কেউ পাবে না রেহাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



