হেফাজতকে ফ্লাশ আউট করার পর পর নিরবাচন নিয়ে আওয়ামীলীগ সব কয়টি সিটি নির্বাচনে আউট হয়ে যায় । তবে সম্প্ড়তি আলিমদার পদ্ধতিতে ঢাকায় ব্যাপক হারে জয় লাভ করলেও নৌকার জনপ্রিয়তা যে নিম্নমুখী সেটাও প্রমাণ হয়ে যায় ।
চলমান জলবদ্ধতা সরকারের প্রতি আশার বাণী নিয়ে আসতে পারে । জলাবদ্ধতা এই হার চলতে থাকলে জংন হারে হারে টের পাবে নৌকার কোন বিকল্প নেই, নৌকার জয় হবেই হবেই ।
জয় বাংলা , জয় নৌকা , জয় ... জয় ।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



